কল্যাণ চন্দ, মুর্শিদাবাদ: রাতারাতি বিড়ি শ্রমিক থেকে কোটিপতি। দেড়শো টাকার লটারির টিকিট রাতারাতি বদলে দিল ভাগ্য। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদের রেজিনগর। আনন্দে আত্মহারা শ্রমিকের পরিবার।
ওই ব্যক্তির নাম সামশের মল্লিক। মুর্শিদাবাদে (Murshidabad) রেজিনগর থানার তকিপুর পশ্চিমপাড়া মসজিদ এলাকার বাসিন্দা তিনি। স্ত্রী ও সন্তানদের নিয়ে অভাবের সংসার। পেটের তাগিদে বিড়ি বাঁধেন তিনি। মাঝে মধ্যেই অর্থ উপার্জনের আশায় লটারির টিকিট কাটেন। সোমবার ১৫০ টাকা দিয়ে লটারির টিকিট কেনেন তিনি। রাতে রেজাল্ট প্রকাশিত হতেই চক্ষুচড়ক গাছ। দেখা যায়, প্রথম পুরস্কার এক কোটি টাকা জিতেছেন সামশের।
বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। আনন্দে আত্মহারা শ্রমিকের পরিবার। এ বিষয়ে সামশের বলেন, তিনি প্রায় নিয়মিতই লটারির টিকিট কাটতেন। কারণ তিনি ভাবতেন, একদিন না একদিন কোটি টাকা জিতবেন। সেই স্বপ্ন অবশেষে পূরণ হল। জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যেই পুরস্কারমূল্য হাতে পাবেন ওই শ্রমিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.