Advertisement
Advertisement
খড়গপুর IIT

খড়গপুর IIT’র টেক মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২টি দোকান

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

A massive fire broke out in Kharagpur IIT's tech market

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:April 25, 2020 11:41 am
  • Updated:April 25, 2020 11:43 am  

অংশুপ্রতিম পাল, খড়গপুর: লকডাউনের জেরে বন্ধ সমস্ত দোকানপাট। তারই মাঝে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই খড়গপুর আইআইটির টেক মার্কেটের বারোটি দোকান। কীভাবে ওই দোকানগুলিতে আগুন লাগল, সে বিষয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Advertisement

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির খড়গপুর শাখার ভিতরেই রয়েছে বাজার। যেটি টেক মার্কেট হিসাবেই পরিচিত। লকডাউনের জেরে ওই মার্কেটের সমস্ত দোকানপাটই বন্ধ রয়েছে। শুক্রবার রাতে আচমকাই ওই মার্কেটের বন্ধ থাকা খাবারের দোকানে আগুন জ্বলতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা হইচই ফেলে দেন। খবর পৌঁছয় দমকলেও। তড়িঘড়ি দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন ব্যস্ততায় শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। বেশ কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে টেক মার্কেটের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছেন, কোন দোকানের গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ড ঘটেছে।

[আরও পড়ুন: সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজবে বঙ্গ, কালবৈশাখীর পূর্বাভাস আগামী সপ্তাহেও]

১২টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। একে লকডাউনে দোকান বন্ধ থাকায় আয় নেই। তার উপর আবার দোকানও পুড়ে ছাই হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।

[আরও পড়ুন: রাজ্যে ফের মিলল করোনা আক্রান্তের হদিশ, ব্যাংক কর্মীর শরীরে ভাইরাস সংক্রমণ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement