Advertisement
Advertisement
Bankura

মর্মান্তিক! বাঁকুড়ায় টোটো ‘দৌরাত্ম্যে’র বলি ডাক্তারি পড়ুয়া

পলাতক টোটোচালক।

A medical student of Bankura died in accident

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 26, 2025 9:11 pm
  • Updated:May 26, 2025 9:11 pm   

টিটুন মল্লিক, বাঁকুড়া: টোটো দৌরাত্ম্যর বলি ডাক্তারি পড়ুয়া। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের ১৭ নম্বর ওয়ার্ডে। ঘটনার পর থেকেই পলাতক টোটোচালক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

ঘটনার সূত্রপাত গত শনিবার। মৃত ডাক্তারি পড়ুয়া অনুপম মান্না বাইকে করে নিজের গন্তব্যে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ একটি টোটো রাস্তায় ইউ-টার্ন নিতে তাঁর সামনে চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান অনুপম, মাথায় গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গেই তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার তাঁর মৃত্যু হয়। হাসপাতালের সুপার ডঃ অর্পণ গোস্বামী জানিয়েছেন, “অনুপম কলেজের হস্টেলে না থেকে বাইরে ভাড়া থাকতেন। শান্ত স্বভাবের, পড়াশোনায় মনোযোগী ছাত্র ছিলেন তিনি। এই দুর্ঘটনা পুরো কলেজ চত্বরকে শোকস্তব্ধ করে দিয়েছে।”

এই ঘটনাই ফের প্রশ্ন তুলে দিয়েছে টোটো দৌরাত্ম্য নিয়ে। স্থানীয়দের দাবি, এলাকার অধিকাংশ টোটো চালকের লাইসেন্স নেই। ট্র্যাফিক আইন সম্পর্কে ধারণাও নেই। তাঁর জেরেই বলি হতে হচ্ছে আমজনতাকে। পুলিশ সূত্রে জানা গেছে, টোটোচালক পলাতক। তাঁকে চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রশাসনের তরফ থেকে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ