ছবি: প্রতীকী
শংকরকুমার রায়, রায়গঞ্জ: দাম্পত্য কলহের বলি ৪ বছরের শিশু। বাবার ছোঁড়া গুলিতে প্রাণ গেল খুদের। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) রায়গঞ্জের ঝিটকিয়ায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব স্থানীয়রা।
রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সুত্রে খবর, নিহত শিশুর নাম সাহিল শেখ। বয়স ৪ বছর। মৃত শিশুর মামা সামসুদ্দিন আহমেদ বলেন, “বিয়ের বছর খানেক পর থেকেই খুদের বাবা-মায়ের মধ্যে অশান্তি শুরু। মাঝে মধ্যেই তা তীব্র আকার নিত। করোনার কারণে লকডাউন জারি হওয়ায় অশান্তির মাত্রা আরও চরমে ওঠে। মাঝে মধ্যে অভিযুক্ত নাস্তার আলি স্ত্রীকে চাপ দিত বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য।” জানা গিয়েছে, বুধবার রাতে মদ্যপ অবস্থায় স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার কথা বলে নাস্তার। সেই ঘটনাকে কেন্দ্র করে ফের অশান্তি শুরু হয় দম্পতির মধ্যে। অভিযোগ, সেইসময় স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে সাহিলের। রক্তাক্ত অবস্থায় ঘরে লুটিয়ে পড়ে খুদে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত নাস্তার আলি পলাতক। রায়গঞ্জ পুলিশ সুপার সুমিত কুমার বলেন, “অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” এই ঘটনায় প্রশ্ন, ভিনরাজ্যে শ্রমিকের কাজে জড়িত নাস্তার আলি আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.