Advertisement
Advertisement
Nadia

উৎসবের রাতে বিউটি পার্লার থেকে ফিরতে দেরি, বাড়িতে বকাবকি! অভিমানে ‘আত্মঘাতী’ কিশোরী

উৎসবের মধ্যেই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

a minor girl allegedly killed self after being scolded by family

প্রতীকী ছবি

Published by: Kousik Sinha
  • Posted:September 27, 2025 2:44 pm
  • Updated:September 27, 2025 2:44 pm   

সঞ্জিত ঘোষ, নদিয়া: পুজোয় অন্যদের থেকে একটু আলাদাভাবে ভালো লাগবে তা কে না চায়! তাই পুজোর অগেই বিউটি পার্লারে যায় ষষ্ঠ শ্রেণির শুভমিতা মল্লিক। সেখান থেকে ফিরতে বেশ কিছুটা রাত হয়ে যাওয়াতে পরিবারের সদস্যদের কাছে শুনতে হয় বকুনি। এরপরেই বাড়ির পাশের একটি আম গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় শুভমিতার দেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া সবুজ পল্লীর এলাকায়। পরিবারের দাবি, দেরি করে বাড়ি ফেরায় বকাবকি করা হয়েছিল। ‘অভিমানেই’ এই ঘটনা শুভমিতা ঘটিয়েছে বলেই দাবি পরিবারের। শারদীয়া উৎসবের মধ্যে ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

Advertisement

জানা যায়, মাত্র ১২ বছর বয়সী শুভমিতা মল্লিক ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ফুলিয়ার সবুজ পল্লীতে মামারবাড়িতেই ছোট থেকে মানুষ। অনেক ছোট বয়সেই বিচ্ছেদ হয়ে যায় মা-বাবার। ফলে মামার বাড়ির সদস্যদের কাছেই শুভমিতার বেড়ে ওঠা। পরিবারের দাবি, শুভমিতা বিউটি পার্লারে বের হয়। কিন্তু সেখান থেকে ফিরতে বেশ কিছুটা রাত হয়ে যায় তাঁর। যা নিয়ে বেশ কিছুটা বকাবকি শুনতে হয় শুভমিতাকে। এরপরেই নিজের ঘরে ঘুমাতে চলে গিয়েছিল। কিন্তু সকাল থেকে খোঁজ মিলছিল শুভমিতার। পরিবারের দাবি, খোঁজাখুজির মধ্যেই খবর আসে পার্শ্ববর্তী একটি আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দেহ। খবর দেওয়া হয় পুলিশে।

দ্রুত ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, বকাবকির জন্য ষষ্ঠ শ্রেণির এই পড়ুয়া আত্মহননের পথ বেছে নেবে তা ভাবা যায়নি। উৎসবের মধ্যেই পরিবারের মেয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। অন্যদিকে ঘটনার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। দেহটিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ