Advertisement
Advertisement
ধর্ষণ

মদ্যপ বাবার লালসার শিকার নাবালিকা, বাঁচাতে গিয়ে আক্রান্ত মা ও দাদু

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

A minor girl allegedly molested by father is Raiganj area

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 27, 2019 8:25 pm
  • Updated:October 27, 2019 8:26 pm   

শংকরকুমার রায়, রায়গঞ্জ: বাবার লালসার শিকার নবম শ্রেণির পড়ুয়া নাবালিকা। শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কুলিক বনাঞ্চল সংলগ্ন বাহিন পঞ্চায়েতের সুহারই এলাকায়। অভিযোগ,  মদের নেশায় বুঁদ হয়ে নিজের কন্যাকে ধর্ষণের চেষ্টা করে এক ব্যক্তি। বাধা দিতে গেলে মদ্যপ স্বামীর হাতে আক্রান্ত হন স্ত্রী ও শ্বশুর। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

Advertisement

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে কাজ সেরে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন রামচন্দ্র মাহাতো নামে ওই ব্যক্তি। সেই সময় ঘরে ঘুমিয়ে ছিল ওই ব্যক্তির নাবালিকা মেয়ে। অভিযোগ, নেশায় বুঁদ হয়ে ঘরে ঢুকেই হঠাৎ ঘুমন্ত মেয়েকে জড়িয়ে ধরে অভিযুক্ত। মেয়েকে ধর্ষণের চেষ্টা করে সে। ঘুম ভেঙে বাবার আচরণ দেখে আতঙ্কে চিৎকার জুড়ে দেয় নাবালিকা। মেয়ের চিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে আসেন অভিযুক্তের স্ত্রী। স্বামীর আচরণ দেখে স্তম্ভিত হয়ে যান তিনি। স্বামীকে বাধা দেওয়ার প্রাণপণ চেষ্টাও করেন তিনি। কিন্তু সেই সময় উলটে স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত। লাঠি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে রামচন্দ্র। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই বধূ।

শব্দ পেয়ে পাশের ঘর থেকে ছুটে আসেন ওই বধূর বাবা। জামাইকে সামলানোর চেষ্টা করেন তিনি। বাধা পেয়ে শ্বশুরকেও আক্রমণ করে অভিযুক্ত। এরপর চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যায় প্রতিবেশীরা। স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ওই বধূ ও তাঁর বাবাকে। চিকিৎসাধীন নাবালিকাও। জানা গিয়েছে, ইতিমধ্যেই পৈশাচিক এই ঘটনায় অভিযুক্ত রামচন্দ্র মাহাতোর বিরুদ্ধে পরিবারের তরফে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে শনিবার রাত থেকেই পলাতক অভিযু্ক্ত রামচন্দ্র।

[আরও পড়ুন: আক্রান্ত বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ