ছবি: প্রতীকী
দেবব্রত মণ্ডল, বারুইপুর: ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ। গ্রেপ্তার গৃহ শিক্ষক। নক্কারজনক ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার নরেন্দ্রপুর (Narendrapur) থানা এলাকায়।
জানা গিয়েছে, নির্যাতিতা নবম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত দেবব্রত মাইতি বাড়িতে এসে পড়াত ওই নাবালিকাকে। নাবালিকার পরিবার সূত্রে খবর, সম্প্রতি নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। প্রথমে বাড়ির কেউ বুঝতে পারেননি। পরবর্তীতে মা চেপে ধরতেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। নাবালিকার দাবি, পড়ানোর নামে বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতন করে গৃহশিক্ষক দেবব্রত মাইতি। অভিযোগ, নাবালিকার যৌনাঙ্গে আঙুল ঢুকিয়ে দেয় সে। যার জেরে অসুস্থ হয়ে পড়ে ছাত্রী। বিষয়টি জানা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন নাবালিকার পরিবারের সদস্যরা।
ঘটনাটি জানার পরই নির্যাতিতার মা নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মঙ্গলবার রাতেই। অভিযোগ পেয়েই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে সোনারপুর গ্রামীণ হাসপাতালে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে আজ অর্থাৎ বুধবার বারুইপুর আদালতে পেশ করা হবে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার ও প্রতিবেশীরা। শিক্ষকের এহেন আচরণের কথা জেনে হতবাক সকলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.