Advertisement
Advertisement
Balurghat

কথা বলা বন্ধ করেছে প্রেমিক! ভালোবাসা ফিরে পেতে নাবালকের বাড়ির সামনে ধরনায় ছাত্রী

ভালোবাসা ব্যক্ত করতে হাত চিরে নাবালিকা লেখে প্রেমিকের নাম!

A minor girl of Balurghat stages protest in front of lovers house
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 25, 2025 9:05 pm
  • Updated:August 25, 2025 9:05 pm   

রাজা দাস, বালুরঘাট: সম্পর্কের টানাপোড়েন। আচমকা কথা বলা বন্ধ করেছে প্রেমিক। প্রেম ফিরে পেতে নাবালক প্রেমিকের বাড়ির সামনে ধরনায় নাবালিকা। প্রেমিকের প্রতি ভালোবাসা ব্যক্ত করতে হাত চিরে লেখে নাবালকের নাম! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। যদিও এবিষয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই খবর।

Advertisement

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা ওই নাবালিকা ও নাবালক। তাদের বয়স ১৫-এর কোটায়। বেশ কিছুদিন ধরেই সম্পর্ক ছিল তাদের। আচমকা ছন্দপতন। প্রেমিকার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে নাবালক। এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেয়। নাবালিকার শত চেষ্টাতেও লাভ হয়নি বলেই দাবি। এরপরই প্রেমিকের বাড়ির সামনে ধরনা দেওয়ার সিদ্ধান্ত নেয় নাবালিকা।

সোমবার সকালে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসে নাবালিকা। প্রেমিকের প্রতি ভালোবাসা ব্যক্ত করতে হাত চিরে লেখে তার নাম। বিষয়টা নজরে পড়তেই স্বাভাবিকভাবেই লোকজন জড়ো হয়ে যায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাঁরা নাবালিকাকে বাড়িতে নিয়ে যেতে সক্ষম হন। এবিষয়ে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস জানান, এধরণের কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পদক্ষেপ নেওয়া করা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ