Advertisement
Advertisement
Arambag

আরামবাগে ভাঙল রামকৃষ্ণ সেতুর একাংশ, পাঁচ জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

A portion of railing of Ramakrishna Bridge broke in Arambag
Published by: Subhankar Patra
  • Posted:August 10, 2025 1:48 pm
  • Updated:August 10, 2025 1:50 pm   

সুমন করাতি, হুগলি: আরামবাগে দ্বারকেশ্বর নদের উপর ভেঙে পড়ল ব্যস্ততম রামকৃষ্ণ সেতুর রেলিংয়ের একাংশ। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। বিপজ্জনকভাবে যান চলাচল করছে। কেউ আহত হয়নি। এই সেতুটি পাঁচটি জেলার সঙ্গে সংযোগ করে। পুরোপুরি ভাঙলে যোগযোগ বিছিন্ন হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা।

Advertisement

রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ব্যবস্থা নিয়েছে তারা। ভাঙা অংশটুকু ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ। মোতায়েন রয়েছে পুলিশও। এই রামকৃষ্ণ সেতু বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া-সহ ৫টি জেলার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন প্রচুর বাস থেকে শুরু করে পণ্যবাহী ট্রাক চলে। এছাড়াও বাইক ও ছোট গাড়িতো আছেই। সেতুটি ভেঙে পড়লে যোগাযোগ ব্যবস্থার অনেকটা ক্ষতি হবে বলে অনুমান স্থানীয়দের।

তবে স্থানীয়দের অভিযোগ, এই দুর্ঘটনার জন্য দায়ী স্থানীয় প্রশাসন। সেতুটির ঠিক মতো রক্ষণাবেক্ষণ হচ্ছে বলেও দাবি করেছেন তাঁরা। সেতুটি ভেঙে গেলে চরম সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। স্থানীয়রা আরও একটি সেতু নির্মাণের দাবি তুলেছেন দ্রুত সেতু মেরামতির দাবি তুলেছেন। প্রশাসন সূত্রে খবর, খুব তাড়াতাড়ি ভেঙে পড়া অংশটি ঠিক করা হবে। এছাড়াও সেতুটির স্বাস্থ্যপরীক্ষা করা হবেও বলেও জানা যাচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ