Advertisement
Advertisement
A school girl allegedly committed suicide in Nadia

যমজ বোনের মধ্যে মোবাইল নিয়ে ঝগড়া, দিদির উপর অভিমানে আত্মঘাতী চতুর্থ শ্রেণির ছাত্রী

ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

A school girl allegedly committed suicide in Nadia । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 7, 2023 8:23 pm
  • Updated:August 8, 2023 9:08 am  

সঞ্জিত ঘোষ, নদিয়া: যমজ বোনের মধ্যে মোবাইল নিয়ে বিবাদের জের। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার কাদাঘাটা এলাকার ঘটনায় এলাকায় কান্নার রোল।

Advertisement

রবিবার রাতে কাদাঘাটা এলাকার বাসিন্দা বিশ্বাস পরিবারের চতুর্থ শ্রেণির পড়ুয়া দুই যমজ বোনের মধ্যে মোবাইল নিয়ে বচসা বাঁধে। ছোট বোনের হাত থেকে বড় বোন মোবাইল কেড়ে নেয়। তাতেই দিদির উপর অভিমান হয় ছোট বোন দিশার। ঘরে ঢুকে গলায় দড়ি দেয়।

[আরও পড়ুন: চোর রুখতে দোকানের টিনের চালে বিদ্যুতের তার! তড়িদাহত হয়ে প্রাণ গেল নাবালকের]

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল তার। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: তৃতীয় লিঙ্গের সমানাধিকারের জন্য কঠিন লড়াই, ‘তালি’র ট্রেলারে ঝাঁজালো সুস্মিতা]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement