সুমন করাতি, হুগলি: পাশে দাঁড়িয়ে এক বয়স্ক ভদ্রমহিলা। চলছে দোকানে মিষ্টি বিকিকিনি। তারই মাঝে স্কুলছাত্রীকে অশ্লীল স্পর্শ! জোর করে স্তনে হাত, এমনকী চুমুও দেয় এক অপরিচিত ব্যক্তি। সিসি ক্যামেরায় ধরা পড়ল গোটা ঘটনা। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। আর তাকে কেন্দ্র করেই নেটদুনিয়ায় উঠেছে বিতর্কের ঝড়। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে শনাক্তকরণের চেষ্টা চলছে বলেই জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, ঘটনাটি হুগলির উত্তরপাড়ার। মিষ্টির দোকানটি উত্তরপাড়া গর্ভনমেন্ট বয়েজ স্কুলের পাশে অবস্থিত। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা গিয়েছে, স্কুলছাত্রী বয়স্ক এক মহিলার সঙ্গে দোকানে ঢুকল। তার প্রায় পিছু পিছু ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি দোকানে ঢোকে। প্রথমে কথাবার্তা বলতে শুরু করে। এরপর দোকানের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে হেনস্তা করে তাকে। কখনও গালে, আবার কখনও কাঁধে অশ্লীলভাবে স্পর্শ করে। স্তনেও অশ্লীল স্পর্শ করে সে। আবার চুমু দিতেও দেখা গিয়েছে। শুধু তাই নয় মুখে আঙুল ঢুকিয়ে অশ্লীল ইঙ্গিত করতেও দেখা গিয়েছে ওই ব্যক্তিকে। স্কুলছাত্রী স্বাভাবিকভাবেই অস্বস্তিবোধ করতে থাকে। ওই বয়স্ক মহিলার গা ঘেঁষে দাঁড়িয়ে রেহাই পায়নি। তা সত্ত্বেও ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি স্কুলছাত্রীকে উত্যক্ত করে। কেনাকাটির পর পড়ুয়ার সঙ্গেই মিষ্টির দোকান থেকে বেরয় সে।
মিষ্টির দোকানের সিসিটিভি ফুটেজ সোশাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে নেটদুনিয়ায় উঠেছে বিতর্কের ঝড়। অভিযুক্তকে গ্রেপ্তারির দাবিতে সরব নেটিজেনরা। ওই স্কুলছাত্রীর পাশে থাকা বয়স্ক মহিলা কেন ঘটনার প্রতিবাদ করলেন না, তা নিয়ে প্রশ্ন উঠছে। কেনই বা মিষ্টির দোকানের কর্মীরা ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আটকানোর চেষ্টা করলেন না, সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। বিষয়টি নজর এড়ায়নি উত্তরপাড়া পুলিশেরও। অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তারির চেষ্টা চলছে বলেই পুলিশ সূত্রে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.