অঙ্কন : সুযোগ বন্দ্যোপাধ্যায়
সুব্রত বিশ্বাস: বন্ধুর বাড়িতে তাড়াতাড়ি পৌঁছনোর ইচ্ছাতেই লোকালের টিকিট কেটে এক্সপ্রেসে চড়ে বসেছিল সে। ঘুমিয়ে পড়ায় নির্ধারিত স্টেশন পেরিয়ে যায়। ঘোর কাটল যখন ট্রেন তখন হাওড়ার দিকে ছুটছে। সর্বনাশ! সেখানে গেলে তো চেকারের হাতে নির্ঘাত ধরা পড়তে হবে। দিতে হবে জরিমানাও। কিন্তু পকেটে তো অত টাকা নেই। তাহল কী হবে! চেকারের হাতে ধরা পড়ার আশঙ্কাতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে গুরুতর জখম হল বারো ক্লাসের পড়ুয়া দীপ মণ্ডল।
বর্ধমান কাঞ্চননগর দীননাথ দাশ হাই স্কুলের ক্লাস টুয়েলভের ছাত্র দীপ সকালে বাড়ি থেকে বের হয় নৈহাটিতে এক বন্ধুর বাড়ি যাওয়ার জন্য। বর্ধমান থেকে ব্যান্ডেলের লোকালের টিকিট কাটে। এর মধ্যেই স্টেশনে বাঘ এক্সপ্রেস এসে পড়ায় তাতেই চড়ে বসে সে। ঘুমিয়ে পড়ায় ব্যান্ডেল স্টেশনে ট্রেনটি আসার পর সে টের পায়নি। ঘুম যখন ভাঙে তখন উত্তরপাড়া ব্রিজ পেরিয়ে ছুটে চলেছে ট্রেনটি।
এদিকে হাওড়া যাওয়ার মানে বিনা টিকিটে ভ্রমণের দায়ে জরিমানা দিতে হবে। কিন্তু পকেটে অত টাকা নেই। অগত্যা চলন্ত ট্রেন থেকে নামার সিদ্ধান্ত নেয় সে। বালির পর ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে। গুরুতর জখম হয় সে। স্থানীয় মানুষজন তাকে বেলুড় হাসপাতালে নিয়ে যায়। শুরু হয় চিকিৎসা।
খবর দেওয়া হয় বাড়ির লোকজনকে। এই ঘটনার পর ছাত্রের বুদ্ধিহীনতায় আতঙ্কিত হয়ে পড়েন তার বন্ধুর পরিবারের লোকজন। তাঁদের কথায়, ভাগ্যিস কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি। না হলে নিজের অসাবধানতার জন্য প্রাণটাই হারাতে হত ওই ক্লাস টুয়েলভের পড়ুয়াকে। এদিনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে রেলের নিরাপত্তা নিয়েও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.