দেবব্রত মণ্ডল, বারুইপুর: খাদ্যে বিষক্রিয়ার জের। প্রাণ গেল নিরীহ কিশোরীর। অসুস্থ বহু। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির জ্বালাবেড়িয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অসুস্থদের দিকে নজর রেখেছেন স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা।
শনিবার কুলতলির জ্বালাবেড়িয়ার স্থানীয় বাসিন্দা একসঙ্গে খাবারদাবার খান। তারপর থেকে একে একে বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়েন। বমি, পায়খানা, পেটে যন্ত্রণা শুরু হয় প্রায় সকলের। উপসর্গ সকলেরই প্রায় একরকম। অসুস্থতা বাড়ায় সকলকেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কারও কারও অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
হাফিজা সর্দার নামে ওই কিশোরীরও শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়ে। জামতলা হাসপাতাল থেকে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে তা সত্ত্বেও শেষরক্ষা করা সম্ভব হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় কিশোরীর। এখনও বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর। এই ঘটনার উপর খেয়াল রেখেছেন স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা। কীভাবে খাদ্য বিষক্রিয়া হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.