দেবব্রত মণ্ডল, বারুইপুর: মেদিনীপুরের পর ভাঙড়। ‘খেলা হবে’ দিবসে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা। শিক্ষককে এলোপাথাড়ি কিল-চড়-ঘুসির অভিযোগ। আক্রান্ত শিক্ষক। অভিযুক্ত বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলাম। ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ তিনি। তাঁর বিরুদ্ধে উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষক। থানার সামনে বিক্ষোভ দেখান ছাত্ররা।
শনিবার কারবালা ফুটবল ময়দানে ভাঙড় ২ ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আন্তঃরাজ্য ফুটবল খেলার আয়োজন করা হয়। এই খেলার সূচনালগ্নে উপস্থিত ছিলেন খোদ বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক শওকত মোল্লা-সহ স্থানীয় পুলিশ এবং প্রশাসনের কর্তারা। ফাইনালে মুখোমুখি হয় ভগবান হাইস্কুল এবং হাতিসালা সরোজিনী হাইমাদ্রাসা। দুই স্কুলের দলের খেলাকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয়। তারপর খেলা চলাকালীন মাঠের বাইরে শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে।
আক্রান্ত শিক্ষক নাসিরউদ্দিন উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, “মাঠে খেলা চলাকালীন ভগবানপুর হাই স্কুলের সভাপতি খয়রুল ইসলামের নেতৃত্বে কিছু বহিরাগত আমাদের উপরে চড়াও হয়। প্রথমে মুখে ঘুসি মারে। এরপর ৩০ জন ঘিরে ধরে মারধর করে।” তাঁর আরও অভিযোগ, তিন শিক্ষককে মারধর করা হয়। ছাত্রছাত্রীদের ধমক দেওয়া হয়। গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ করেছেন তিনি। পুলিশ অভিযোগপত্রের রিসিভ কপি দিতে অস্বীকার করে বলেই অভিযোগ তাঁর। প্রসঙ্গত,মেদিনীপুরের কোতয়ালিতে খেলা চলাকালীন মাঠে ঢুকে রেফারিকে লাথি মারার অভিযোগ ওঠে তৃণমূল নেতার ভাইপোর বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিও। অভিযুক্ত রাজা খানকে গ্রেপ্তারও করে পুলিশ। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই ভাঙড়ের ঘটনা নিয়ে চলছে জোর আলোচনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.