ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তা নিয়ে বচসার জের। মুর্শিদাবাদের (Murshidabad) নওদার বিধায়ক সাহিনা মুমতাজের অনুগামীকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা মুর্শিদাবাদে। বিরোধীদের অভিযোগ, গোষ্ঠীকোন্দলের বলি ওই যুবক।
সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বারবার অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। এবার নওদার ব্যাপক আকার নিল রাস্তা নিয়ে অশান্তি, ঝরল রক্ত। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাস্তা নিয়ে দুই দলের অশান্তি হঠাৎই বৃহৎ আকার নেয়। ইট, বাঁশ, রড নিয়ে একদল আরেকদলের উপর চড়াও হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আহত হন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ভরতি করা হয় হাসপাতালে। আহতদের মধ্যে ২ জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের স্থানান্তরিত করা হয়েছিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। তাঁদের মধ্যেই ছিলেন মনিরুল মুন্সি। মৃত্যু হয়েছে তাঁর।
মনিরুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিরোধীদের অভিযোগ, ঘটনার পিছনে বিধায়ক ও ব্লক সভাপতির অন্তর্কলহ। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে নারাজ বিধায়ক। তিনি বলেন, “যা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যের। তবে রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিলই। পুলিশ খতিয়ে দেখবে ঠিক কী হয়েছিল।” কার্যত একই দাবি ব্লক সভাপতির। তিনি বলেন, “দীর্ঘদিনের অশান্তি। তবে এতে গোষ্ঠীদ্বন্দ্বের কিছু নেই। যা হয়েছে তা অন্যায়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.