Advertisement
Advertisement
Purba Bardhaman

হস্তমৈথুনের ভিডিও নিজেই মহিলাকে পাঠালেন আউশগ্রামের তৃণমূল নেতা! তারপর…

শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ওই নেতাকে স্থানীয় দলীয় কার্যালয়ে ঢুকতে নিষেধে করেছে নেতারা।

A video of a a leader of Purba Bardhaman goes viral

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 3, 2025 5:57 pm
  • Updated:August 3, 2025 5:57 pm   

ধীমান রায়, কাটোয়া: উলঙ্গ হয়ে শুয়ে হস্তমৈথুনে মগ্ন তৃণমূল নেতা! সোশাল মিডিয়ায় ভাইরাল ৩০ সেকেন্ডের এমনই এক ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন)। তা নিয়েই জোর চর্চা চলছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে। দলের নেতা-কর্মীদের মোবাইলে মোবাইলে ঘুরছে ওই ভিডিও-সহ কয়েকটি ছবি। অভিযোগ, ওই নেতা নিজেই নাকি মহিলাদের পাঠাতেন ভিডিও। ওই মহিলার মারফতই কোনওভাবে তা প্রকাশ্যে চলে আসে। 

Advertisement

জানা যাচ্ছে, ওই তৃণমূল নেতাকে তিনি দলের একটি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। সূত্রের খবর, ওই তৃণমূল নেতা ভিডিওটি কোনও মহিলার মোবাইলে পাঠানোর পর তিনিই বিষয়টি প্রকাশ্যে আনেন। যদিও লোকলজ্জার ভয়ে মহিলা এখনও এনিয়ে অভিযোগ দায়ের করতে পারেননি। যে নেতার ভিডিও নিয়ে এলাকায় চর্চা, বছর তিনেক আগে দলের একটি গুরুত্বপূর্ণ পদে তাঁকে বসানো হয়েছে। তার আগে আউশগ্রাম এলাকার একটি পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্বে ছিলেন। বছর ছয়েক আগেও তাকে নিয়ে একাধিক বিতর্ক সৃষ্টি হওয়ায় তাঁকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তারপর দলের তৎকালীন ব্লক তৃণমূল সভাপতির সঙ্গে অন্তরঙ্গতার জোরে আবারও দলে ফিরে আসেন। বছর তিনেক আগে দলের পদও পেয়ে যান। প্রৌঢ় ওই শাসক নেতার ওই ভিডিও দলের জেলা স্তরের নেতাদের কাছেও পৌঁছে গিয়েছে বলে সূত্রের খবর।

এবিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য এস সি এস টি সেলের চেয়ারম্যান দেবু টুডু বলেন, “বিষয়টি ঠিক কি ঘটেছে খোঁজ নিচ্ছি। আমাদের দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে। যদি কেউ আপত্তিকর বা অপরাধমূলক আচরণ করে থাকেন প্রয়োজনে কমিটিতে আলোচনা করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” রাজনৈতিক মহলের খবর আউশগ্রামের ওই তৃণমূল নেতার ভিডিওর বিষয়টি জানাজানির পর তাঁকে ভৎর্সনা করে গুসকরায় কার্যালয়ে ঢুকতে নিষেধ করে দিয়েছেন বিধায়ক অভেদানন্দ থান্দার। তবে বিধায়ক প্রকাশ্যে এনিয়ে মুখ খুলতে চাইছেন না। তিনি বলেন, “আমি সঠিক জানি না কি ঘটেছে। তবে খোঁজ নিয়ে দেখব।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ