দেবব্রত মণ্ডল, বারুইপুর: পরকীয়ার প্রতিবাদ করায় ছ’মাসের অন্তঃসত্ত্বাকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির (Kultali) কুন্দখালি এলাকায়। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বধূর স্বামীকে। শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব মৃতের পরিবার ও পরিজনরা।
জানা গিয়েছে, বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য মৃত আয়েশা মণ্ডলকে চাপ দিত স্বামী শুকুর আলি। তা নিয়ে নিত্য অশান্তি লেগেই ছিল। এরইমাঝে কয়েকদিন আগে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন আয়েশা। এতেই চরমে ওঠে কলহ। এরপর রবিবার দুপুরে বাড়ি সংলগ্ন ভেড়ির পাশ থেকে উদ্ধার হয় আয়েশার দেহ। দেহ উদ্ধারের পরই মৃতার বাপের বাড়ির সদস্যরা অভিযোগ যে, শনিবার রাতে আন্ধারিয়া ভেড়ির কাছে নিয়ে গিয়ে পরিকল্পনামাফিক স্ত্রীকে খুন করেছে শুকুর আলি।
মৃতার শ্বশুর-শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগও করেন বাপের বাড়ির সদস্যরা। গ্রেপ্তার করা হয় শুকুর আলিকে। কিন্তু সত্যিই কী পরকীয়ায় জড়িয়েছিল ধৃত? তার প্রতিবাদ করাতেই প্রাণ গেল অন্তঃসত্ত্বার? খুনের পিছনে কি হাত রয়েছে শুকুরের প্রেমিকারও? এখন এসব প্রশ্নের উত্তের সন্ধানে পুলিশ। তদন্তকারীদের কথায়, সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই অনেকটা স্পষ্ট হবে গোটা বিষয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.