প্রতীকি ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনে চরম অর্থাভাব দেখা দিয়েছিল সংসারে। যার ফলে স্ত্রীর সঙ্গে নিত্য অশান্তি লেগেই ছিল। সেই ঝামেলা থেকে মুক্তি পেতে স্ত্রীকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিউ দিঘার রতনপুর এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম সাবির শেখ। আদতে নদিয়ার বাসিন্দা ওই অভিযুক্ত বহু বছর আগে প্রথম স্ত্রীকে বাড়িতে রেখে দিঘায় চলে আসে। অর্থ উপার্জনের জন্য শুরু করেন রিকশা চালানো। সেই সময়ই মৃত শাকিনা বিবির সঙ্গে পরিচয় হয় তার। এরপর ধীরে ধীরে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। বিয়ে করে শুরু করে সংসার জীবন। দুই সন্তানও রয়েছে ওই দম্পতির। এপর্যন্ত সবটা স্বাভাবিক থাকলেও লকডাউনেই অশান্তি বাঁধে সাবির ও শাকিনার মধ্যে। কারণ, চরম অর্থাভাব।
এই পরিস্থিতিতে মঙ্গলবার নিজেই থানায় হাজির হয় সাবির। জানায় যে, খুঁজে পাওয়া যাচ্ছে না তার স্ত্রীকে। পুলিশ সাবিরকেই বলে এলাকায় খুঁজতে। বিষয়টি জানাজানি হতে প্রতিবেশীরা খোঁজ শুরু করেন শাকিনার। সেই সময়ই নিউ দিঘার সায়েন্স সেন্টার থেকে কিছু দূরে বনের মধ্যে শাকিনার ওড়না দেখেন তাঁরা। এরপর খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে খুঁড়ে উদ্ধার করে শাকিনার দেহ। এরপরই গ্রেপ্তার করা হয় সাবিরকে। পুলিশের দাবি, ইতিমধ্যেই জেরায় স্ত্র্রীকে খুনের কথা স্বীকার করেছে ধৃত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.