শান্তনু কর, জলপাইগুড়ি: অন্যত্র বিয়ে ঠিক হয়েছে প্রেমিকের। জানতে পেরেই যুবকের বাড়ির সমানে ধরনায় বসলেন প্রেমিকা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের বালুর ঢিপ এলাকায়। এদিকে যুবকের পরিবারের দাবি, এই তরুণীর পরিবার নাকি মানতে চাননি সম্পর্ক, সেই কারণেই অন্যত্র ছেলের বিয়ের সিদ্ধান্ত। গোটা ঘটনায় হতবাক যুবকের পরিবার।
জলপাইগুড়ি সদর ব্লকের বাসিন্দা ওই যুবক ও যুবতী। পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বছরের সম্পর্ক তাঁদের। সম্প্রতি তাঁদের সম্পর্কে কথা জানতে পারে যুবকের পরিবার। এরপর যুবকের পরিবারের তরফে যুবতী বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু যুবতীর পরিবার তাতে রাজি হয়নি বলেই অভিযোগ। উল্টে যুবকের পরিবারকে অপমান করা হয়। এরপর অন্যত্র ছেলের বিয়ে ঠিক করে পরিবার। আর্শীবাদও হয়ে গিয়েছে। ১৯ আষাঢ় বিয়ে।
এই পরিস্থিতিতে আচমকা প্রেমিকা হাজির হন যুবকের বাড়ির সামনে। বিয়ের দাবিতে ধরনায় বসেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গ্রামে। গ্রামবাসীরা ঘটনাস্থলে হাজির হয়। এদিকে যুবক বাড়ি থেকে বের হয়ে যান। বিকেল পর্যন্ত বাড়ি ফেরেননি তিনি। যুবতী বলেন, “আমাদের এক বছরের সম্পর্ক। ওর কাছে সময় চেয়েছিলাম।” যুবকের মা বলেন, “ছেলে প্রথমে ওকে বিয়ে করবে বলেই সিদ্ধান্ত নিয়েছিল। ওদের বাড়িই মানেনি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.