Advertisement
Advertisement
Jaynagar

ঘরে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে মহিলার দেহ, উধাও স্বামী! প্রবল শোরগোল জয়নগরে

ঘটনার নেপথ্যে কে বা কারা?

A woman of Jaynagar died mysteriously

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 14, 2025 5:36 pm
  • Updated:September 14, 2025 5:36 pm   

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মহিলার দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু এই ঘটনার নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকা দক্ষিণ বারাসাতের বাসিন্দা নুরজাহান বিবি। মাস পাঁচেক আগে তাঁর বাড়িতে ভাড়া আসে এক দম্পতি। অভিযোগ, তাঁরা কোনও পরিচয়পত্র না দিয়েই থাকতে শুরু করেছিলেন। স্থানীয়দের দাবি, প্রায়দিনই অশান্তি হত ওই দম্পতির মধ্যে। রবিবার সকালে ভাড়াটিয়ার কোনও সাড়াশব্দ না পেয়ে নুরজাহান ঘরে খোঁজ নিতে যান। তখনই চক্ষুচড়কগাছ! দেখা যায়, হাত-পা বাঁধা অবস্থায় পড়ে মহিলার নিথর দেহ। দেখা মেলেনি তাঁর স্বামীর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ঘটনার নেপথ্যে কে বা কারা? মৃতার স্বামীর ভূমিকাই বা কী, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিনা পরিচয়পত্রে ঘর ভাড়া দেওয়া হচ্ছে। এধরনের ঘটনাও ঘটেছে। তারপরও টনক নড়েনি। তাই এলাকার মানুষের প্রশাসনের কাছে দাবি, এই ধরনের পরিচয়পত্রহীন কাউকে ঘর ভাড়া দেওয়া বন্ধ হোক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ