Advertisement
Advertisement
Chinsurah

ডিভোর্সের আগেই ফের বিয়ে, কয়েক মাস সংসার করে উধাও বর! শ্বশুরবাড়িতে ধরনায় দ্বিতীয় বউ

প্রবল শোরগোল চুঁচুড়ায়।

A woman stages protest infront of husband's house in Chinsurah
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 12, 2025 10:52 am
  • Updated:September 12, 2025 10:52 am   

সুমন করাতি, হুগলি: প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ হওয়ার আগেই দ্বিতীয় বিয়ে! বেঙ্গালুরুতে কয়েক মাস সংসারের পরই আচমকা উধাও স্বামী। এবার স্ত্রীর মর্যাদা ফিরে পেতে প্ল্যাকার্ড হাতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসলেন যুবকের দ্বিতীয় স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল চুঁচুড়া চকবাজারের ২ নম্বর সোনাটুলি এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, ওই তরুণীর নাম সাবিনা ইয়াসমিন। গত জানুয়ারিতে চুঁচুড়া চকবাজারের ২ নম্বর সোনাটুলি এলাকার বাসিন্দা নজরুলউদ্দিনের সঙ্গে বিয়ে হয় তাঁর। তবে এর আগেও বিয়ে হয়েছিল যুবকের। সেই সংক্রান্ত মামলা এখনও চলছে। তা নিষ্পত্তি হওয়ার আগেই ফের বিয়ে করেন নজরুল। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে চলে যান বেঙ্গালুরুতে। প্রথমে ভালোই চলছিল সংসার জীবন। কয়েকমাস পর উধাও হয়ে যান যুবক।

এরপর স্বামীর খোঁজে হুগলিতে ফিরে আসেন বধূ। বধূর অভিযোগ, অত্যাচার চলছিল দীর্ঘদিন ধরেই। বুধবার রাতে বাবা-মাকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলেন সাবিনা। অভিযোগ, শাশুড়ি আকলিমা বিবি মারধর করে তাঁকে তাড়িয়ে দেন। এরপরই ধরনায় বসার সিদ্ধান্ত নেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় প্ল্যাকার্ড হাতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসেন তরুণী। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। সাবিনা জানান, খুব শীঘ্রই থানায় লিখিত অভিযোগ জানাবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ