Advertisement
Advertisement
Prawn

চিংড়ি দিয়ে ভাত খেতেই তীব্র শ্বাসকষ্ট! ভয়ংকর পরিণতি যুবকের

ঘটনাস্থল নদিয়ার হাঁসখালি।

A youth lost his life allegedly after consuming prawn curry
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 23, 2025 11:23 pm
  • Updated:March 23, 2025 11:26 pm   

সঞ্জিত ঘোষ, নদিয়া: চিংড়ি দিয়ে জমিয়ে খাত খেতেই বিপত্তি। আচমকা শ্বাসকষ্ট শুরু যুবকের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হল তাঁর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার হাঁসখালিতে। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Advertisement

নদিয়ার হাঁসখালির থানার গাজনা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা সুজয় বিশ্বাস। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে আনুমানিক তিনটে নাগাদ তিনি মধ্যাহ্নভোজ সারেন। চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়েছিলেন ওই যুবক। তারপরই নাকি আচমকা অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। পরিবারের লোক যুবককে স্থানীয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তাঁর মৃত্যু হয়েছে। দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

পরিবারের সদস্যদের দাবি, যুবকের শ্বাসকষ্ট ছিল। চিংড়ি মাছ খাওয়ায় আচমকা তা বেড়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চিংড়ি মাছে অ্যালার্জির কারণেই এই পরিণতি। তবে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ বোঝা যাবে। পুলিশের তরফে জানানো হয়েছে, খবর পেয়ে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যুবকের কোনও শারীরিক সমস্যা ছিল কি না, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ