Advertisement
Advertisement
Bangaon

বিবাহ বহির্ভূত সম্পর্কে ফাটল! বিচ্ছেদ চাইতেই প্রেমিককে বেধড়ক ‘মার’, বাড়িতে আগুন প্রেমিকার

পুলিশের জালে বধূ।

A youth of Bangaon allegedly attacked by ex girlfriend
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 26, 2025 4:06 pm
  • Updated:May 26, 2025 4:06 pm   

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: প্রতিবেশী বউদির সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছিলেন যুবক। বিচ্ছেদ চাইতেই বিপত্তি। নানাভাবে প্রাক্তন প্রেমিকের পরিবারের সদস্যদের হেনস্তার চেষ্টার অভিযোগ বধূর বিরুদ্ধে। তাতে কাজ না হওয়ায় প্রেমিককে বেধড়ক মারধর ও বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁর সবাইপুরে। অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার।

Advertisement

জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম পুলক সর্দার। আদতে বনগাঁর সবাইপুরের বাসিন্দা তিনি। তবে কর্মসূত্রে থাকতেন বাইরে। বছর চারেক আগে প্রতিবেশী বধূ মন্দিরা হালদারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন পুলক। দুই পরিবার বিষয়টা জানতে পারায় অশান্তিও হয়। তবে সম্পর্ক বজায় রাখছিলেন দুজনই। তবে সম্প্রতি এই সম্পর্ক থেকে বেরনোর সিদ্ধান্ত নেন পুলক। তা মানতে পারেননি মন্দিরা। নানাভাবে পুলকের পরিবারের সদস্যদের হেনস্তা শুরু করেন তিনি। অভিযোগ, প্রাক্তন প্রেমিকের ভাইপোকে বিষাক্ত খাবারও খাইয়ে দেন মন্দিরা।

এখানেই শেষ নয়। বেধড়ক মারধর করা হয় পুলককে। এরপর রবিবার রাতে সর্দার পরিবারের সদস্যরা খেতে যাওয়ার সময় দেখেন রান্নাঘরে রাখা সমস্ত খাবারে কিছু একটা ছড়ানো। অভিযোগ, এরপর মাঝরাতে হঠাৎই অভিযুক্ত মহিলা প্রেমিকের বাড়ির জানলা দিয়ে আগুন ছুড়ে পালায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ক্ষুব্ধ স্থানীয়রা ওই মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ