Advertisement
Advertisement
Howrah

হাওড়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে হিমাচলের ছাত্রের রহস্যমৃত্যু! খুন নাকি অন্য কিছু?

নেপথ্যে কে বা কারা?

A youth of Himachal pradesh died mysteriously at Howrah

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 11, 2025 1:38 pm
  • Updated:August 11, 2025 1:38 pm   

অরিজিৎ গুপ্ত,হাওড়া: হাওড়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে হিমাচলের ছাত্রের রহস্যমৃত্যু। ডাইভিং পুল থেকে উদ্ধার দেহ। প্রাথমিকভাবে জলে ডুবে মৃত্যু বলে অনুমান করা হলেও পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। কিন্তু কেন? নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম কপিল কুমার। তিনি হিমাচল প্রদেশের বাসিন্দা। মাস ছয়েক আগে হাওড়ার সাঁকরাইলের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি হয়েছিলেন তিনি। শনিবার রাতে কলেজের তরফে পড়ুয়ার বাড়িতে মৃত্যু সংবাদ পাঠানো হয়। জানানো হয়, জলে ডুবে তাঁদের ছেলের মৃত্যু হয়েছে। এদিকে খবর পাঠানো হয় থানায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। রবিবার রাতে সাঁকরাইল পৌঁছন মৃতের পরিবারের সদস্যরা।

হাওড়া পৌঁছেই বিস্ফোরক দাবি করেন মৃতের দিদি। তাঁর অভিযোগ, ভাইকে খুন করা হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের কথায়, কপিল সাঁতার জানতেন। তাই ডাইভিং পুলে নেমে মৃত্যুর বিষয়টি মানতে নারাজ তাঁরা। ইতিমধ্যেই সাঁকরাইল থানায় একটি খুনের মামলা রজু করেছেন তাঁরা। সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে তদন্ত শুরু করেছে পুলিশ। এবিষয়ে কলেজের তরফে অনিন্দিতা চক্রবর্তী বলেন, “আমাদের তরফে ছাত্রের পরিবারকে সবরকম সহযোগিতা করা হয়েছে, পরবর্তীতেও হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ