Advertisement
Advertisement
Hooghly

একের পর পর তরুণীর উপর রাসায়নিক হামলা! হাতেনাতে ধরা পড়তেই অভিযুক্তকে ‘গণধোলাই’

কেন এই হামলা?

A youth of Hooghly allegedly beaten up by mob
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 4, 2025 10:18 am
  • Updated:June 4, 2025 10:18 am  

সুমন করাতি, হুগলি: কখনও তরুণী, কখন স্কুল ছাত্রী। একের পর এক মহিলাদের উপর রাসায়নিক হামলার ঘটনায় উত্তাল হুগলির উত্তরপাড়া। হাতেনাতে ধরা পড়তেই অভিযুক্তদের ‘গণধোলাই’ উত্তেজিত জনতার। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সকলে। কিন্তু কেন এই হামলা? উত্তর এখনও অজানা।

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। একদিন সন্ধ্যায় উত্তরপাড়া এলাকার বাসিন্দা এক তরুণী বাড়ি ফিরছিলেন। আচমকা পিছন থেকে তাঁকে লক্ষ্য করে রাসায়নির ছোড়া হয় বলে অভিযোগ। মঙ্গলবার রাতে একই ঘটনার পুনরাবৃত্তি। এদিন উত্তরপাড়ায় কাঁঠালবাগান বাজার এলাকায় তরুনীর গায়ে রাসায়নিক ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাচক্রে এক অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয়রা। তাঁর সঙ্গে জড়িত সন্দেহে পথচলতি আরও ২জনকে ধরা হয়। চলে বেধড়ক মারধর। একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।

কেন এই হামলা তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ, বুধবার তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। এই ঘটনায় স্থানীয়রা রীতিমতো আতঙ্কিত। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমজনতাকে সাবধান ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি নিজের হাতে তুলে না নেওয়ার কথা বলা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement