Advertisement
Advertisement

Breaking News

khardah

ঝড়বৃষ্টিতে ছেঁড়া বিদ্যুতের তারই মৃত্যুফাঁদ! সাতসকালে খড়দহে মৃত যুবক

প্রশ্নের মুখে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা।

A youth of khardah electrocuted to death

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 24, 2025 9:01 am
  • Updated:July 24, 2025 9:01 am  

অর্ণব দাস, বারাসত: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে বুধবার গভীর রাত থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। সেই দুর্যোগের জেরে ছেঁড়া বিদ্যুতের তারই প্রাণ কাড়ল যুবকের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার খড়দহে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

Advertisement

বৃহস্পতিবার সকালেও জেলায় জেলায় চলছে বৃষ্টি। একই ছবি খড়দহেও। তা সত্ত্বেও এদিন সকালে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন ওই যুবক। খড়দহের রহড়া কেরুলিয়া এলাকায় ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, রাস্তার উপর ছেঁড়া অবস্থায় পড়ে ছিল বিদ্যুতের তার। কোনওভাবে সেই তারের সংস্পর্শে চলে যান যুবক। তড়িদাহত হয়ে ছিটকে পড়েন রাস্তায়। বিষয়টি দেখামাত্রই ছুটে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়।

ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছিলেন বিদ্যুৎদপ্তরের কর্মীরাও। স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তাঁরা। বিদ্যুৎদপ্তরের গাফিলতিতেই এই ঘটনা বলেই দাবি তাঁদের। এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনও যুবকের পরিচয় জানা যায়নি। তদন্তকারীরা জানিয়েছে, আশপাশের থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুতই যুবকদের পরিচয় জানা যাবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement