Advertisement
Advertisement
Malda

যুবককে ‘অপহরণ-খুন’, দেহ দেওয়ালে গেঁথে প্লাস্টার! হাড়হিম কাণ্ড দক্ষিণ দিনাজপুরে

কেন এই নৃশংসতা?

A youth of Malda allegedly killed by aunt
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 2, 2025 2:05 pm
  • Updated:June 2, 2025 4:58 pm  

বাবুল হক, মালদহ: যুবককে অপহরণ ও খুন! প্রমাণ লোপাটে দেহ দেওয়ালে গেঁথে প্লাস্টার করে দেওয়ার অভিযোগ কাকিমার বিরুদ্ধে। যুবক নিখোঁজ হওয়ার ১৪ দিনের মাথায় রহস্যভেদ পুলিশের। দক্ষিণ দিনাজপুরের তপন থেকে উদ্ধার দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের পুখুরিয়া ও দক্ষিণ দিনাজপুরের তপনে। ইতিমধ্যেই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন এই নৃশংসতা? জানতে তদন্ত শুরু তরা হয়েছে পুলিশের তরফে।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম সাদ্দাম নাদাব। বয়স ৩১ বছর। বাড়ি মালদহের পুখুরিয়া থানার কোকলামারি নাদাপ পাড়ায়। পেশায় ঠিকাদার ছিলেন এই যুবক। কর্মসূত্রে ভাড়া থাকতেন এক আত্মীয়ের বাড়িতে। গত ১৮ মে মালদহ থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যান সাদ্দাম। ২০ তারিখ পরিবারের তরফে ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করা হয়। এরপর ২৩ তারিখ অপহরণের অভিযোগ করা হয়। তদন্ত শুরু করে পুলিশ। এরপরই মৌমিতা নাদাব নামে যার বাড়িতে থাকতেন ওই যুবক, তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করতেই প্রকাশ্যে আসে হাড়হিম করা তথ্য।

জানা যায়, ওই মহিলা খুন করে সাদ্দামকে। এরপর প্রমাণ লোপাটে দেহ নিয়ে যাওয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকায় ধৃতের বাপের বাড়িতে। সেখানে দেওয়ালে সাদ্দামের দেহ গেঁথে প্লাস্টার করে দেওয়া হয়। ধৃতের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সাদ্দামের দেহ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কেন এই খুন, তা এখনও স্পষ্ট নয়। তবে উঠে এসেছে আর্থিক লেনদেনের তত্ত্ব। নারকীয় কাণ্ডে জড়িত বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement