সুমন করাতি, হুগলি: হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে শ্রীরামপুরের সরকারি কর্মীর রহস্যমৃত্যু। হিমাচল পুলিশের তরফে জানানো হয়, পাহাড় থেকে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন যুবক। চিকিৎসা করানো হলেও শেষরক্ষা হয়নি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতচকিত পরিবার। দুর্ঘটনা নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, হুগলির শ্রীরামপুরের বাসিন্দা অভিজিৎ দত্ত। শ্রীরামপুর পুরসভার কর বিভাগের কর্মী ছিলেন তিনি। কালীতলায় মায়ের সঙ্গে থাকতেন তিনি। কিছুদিন আগে একাই হিমাচল প্রদেশ বেড়াতে যান। রবিবার হিমাচল পুলিশের তরফে ফোন করা হয় যুবকের বাড়িতে। জানানো হয়, চেল থেকে অভিজিৎকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রথমে তাঁকে স্থানীয় জুঙ্গা এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার বিকেলে যুবকের মৃত্যুর খবর মেলে। শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা জানান, তিনি নিজেও হিমাচল প্রদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন।
সূত্রের খবর, দিল্লিতে থাকা মৃতের এক বন্ধু মঙ্গলবার শিমলায় পৌঁছবেন। তার পর দেহ সৎকারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হিমাচল পুলিশের এক আধিকারিক জানান, অভিজিতের মোবাইল ফোন লক থাকায় তা থেকে কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে সিম কার্ড ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হয়। কিন্তু কীভাবে পাহাড় থেকে পড়লেন যুবক? নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.