সৈকত মাইতি, তমলুক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়! এমনই দাবিতে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। এসবের মাঝে নিজের বক্তব্যের স্বপক্ষে ব্যাখ্যা দিলেন প্রাক্তন বিচারপতি। বললেন, “মুখ্যমন্ত্রীকে বলা মানে ব্যক্তিগতভাবে কাউকে বলা নয়, দলকে বলা।” তাঁর দাবি, মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।
বৃহস্পতিবার একটি দীর্ঘ টুইট করে তৃণমূল। সেখানেই সাক্ষাৎকারের একটি অংশ টুইট করেন। তাতেই তমলুকের বিজেপি প্রার্থীকে বলতে শোনা যায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মনে হচ্ছে মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে।” তাঁর এহেন মন্তব্যেই তীব্র আপত্তি তৃণমূলের। সমালোচনায় সরব হয় শাসকদল।
তৃণমূলের দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা গণতন্ত্রের লজ্জা।” এর পরই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁদের প্রশ্ন, “প্রধানমন্ত্রী ভেবে দেখুন, কোন কোন দুর্নীতিগ্রস্ত লোকজনকে নিজের পরিবারের সদস্য করছেন!” দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিক জাতীয় নির্বাচন কমিশন, চাইছে তৃণমূল। বৃহস্পতিবার বিকেলে এই ইস্যুতে মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বললেন, “মুখ্যমন্ত্রীর বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা মানে তৃণমূলের কথা বলেছি। আমি কেন ব্যাক্তিগতভাবে কাউকে বলব? আমি তৃণমূল দলের কথা বলেছি। যদিও ওটা ঠিক পার্টি না, যাত্রা পার্টি, তবে যাই হোক আমি দলটা শেষ হবে সেটাই বলেছি।”
What has been practicing in Bengal is the lowest form of GUTTER POLITICS!
The despicable remark made by Abhijit Gangopadhyay, a former Judge of Calcutta High Court turned BJP Lok Sabha candidate, openly wishing for the death of Smt. , is a stain on our…
— All India Trinamool Congress (@AITCofficial)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.