Advertisement
Advertisement
Abhishek Banerjee

পাঁচটি আসনই জিততে হবে, আলিপুরদুয়ারের নেতৃত্বকে টার্গেট বেঁধে দিলেন অভিষেক

মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে জয়ে খুশি অভিষেক।

Abhishek Banerjee set target for election in Alipurduar

দলীয় নেতৃত্বের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:August 4, 2025 6:26 pm
  • Updated:August 4, 2025 6:35 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। উত্তরবঙ্গে এবার ভালো ফলের জন্য আরও জোর দিচ্ছে তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন কোচবিহার ও আলিপুরদুয়ারের দলীয় নেতৃত্ব ও বিধায়কদের নিয়ে বৈঠক করেন। আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা আসনের সবক’টিই এবার জিততে হবে। আলিপুরদুয়ারের দলীয় নেতৃত্বকে সেই টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে জয়ে খুশি তিনি। 

Advertisement

এদিন কলকাতার ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেন। উত্তরবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে হবে। এই লক্ষ্যে ঝাঁপাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তার মুখোমুখি হতে হচ্ছে। বাংলাদেশি বলে পরিযায়ী শ্রমিকদের দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বাংলার পরিযায়ী শ্রমিকদের মারধর করে অর্থও ছিনিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। বহু পরিযায়ী শ্রমিক ফিরে আসছেন বাংলায় নিজের বাড়িতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে সোচ্চার হয়ে ‘ভাষা আন্দোলনের’ ডাক দিয়েছেন। আগামী দিনে প্রচারে এই ইস্যুকে আরও সামনে এনে বিজেপিকে বিঁধবে তৃণমূল। এমনই মনে করছে রাজনৈতিক মহল।

আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে বড় জয় পেয়েছে তৃণমূল। উত্তরবঙ্গে কিছুটা ব্যাকফুটে পদ্মশিবির, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। সেই আবহে এবার জেলার পাঁচটি আসনেই জয়ের জন্য নেতৃত্বকে ঝাঁপাতে বলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। পাঁচটি আসনেই জয়ের টার্গেট দেওয়া হয়েছে বলে খবর। এদিন বৈঠক শেষে খুশি আলিপুরদুয়ারের তৃণমূল নেতৃত্ব। এদিনের বৈঠকে আলিপুরদুয়ারের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক, দলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টোপ্পো, দলের আইএনটিটিইউসি-র সভাপতি বিনোদ মিঞ্জ, যুব তৃণমূলের সভাপতি সমীর ঘোষ, মহিলা তৃণমূলের সভাপতি চন্দ্রা নার্জিনারি ছিলেন।

আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের টার্গেট বেঁধে দিয়েছেন। জেলার পাঁচ বিধানসভার পাঁচটিই জয়ের টার্গেট দিয়েছেন। জেলার বিভিন্ন ব্লকের সংগঠন নিয়ে আলোচনা হয়েছে। রদবদল যা করার তা প্রয়োজন হলে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় করবেন।” আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, “আমাদের পাড়া, আমাদের সমাধান যুগান্তকারী পদক্ষেপ। এই শিবিরগুলোতে জন প্রতিনিধিদের উপস্থিত থেকে বেশি করে মানুষের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা ও বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে আন্দোলন আরও তীব্র করার কথাও বলা হয়েছে।”

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement