সুব্রত বিশ্বাস: রানাঘাট-শিয়ালদহের মধ্যে চলবে প্রথম এসি লোকালটি। আইসিএফ চেন্নাই থেকে প্রথম রেকটি আসার পরই শিয়ালদহ ডিভিশন এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার বেলা একটা নাগাদ এসি লোকালটি এসে পৌঁছয় রানাঘাটে।
এসি রেক আসার পরই যে তা সঙ্গে সঙ্গে চলবে তেমনটি নয়। আপাতত সেটির অনুমোদন দেবে রেল বোর্ড। তারপর সেটি কখন চলবে তা নির্ধারণ করা হবে। উল্লেখ্য, নতুন ট্রেন চলাচল শুরু হয় তাদের নির্দেশেই। এসি লোকালের জন্য কোনও নন এসি লোকালকে সরানো যাবে না, তা আগেই ঠিক করা রয়েছে। ফলে দু’টি ট্রেনের মধ্যে নতুন এসি লোকালের জন্য সময় খুঁজতে হবে। এছাড়া শিয়ালদহের অনুকূল পরিকাঠামোয় সাজাতে হবে রেককে। ডিসপ্লে বোর্ড থেকে আনুষাঙ্গিক সবই সাজাতে হবে নতুন করে। এজন্য সপ্তাহ দু’য়েক সময় লাগবে বলে জানিয়েছে শিয়ালদহ ডিভিশন।
গরমে এই ট্রেনের চাহিদা যে ভালোরকম হবে তা মনে করছেন রেলের কর্তারা। তাঁদের কথায়, ১২ কোচের এই ট্রেনে এগারোশোর বেশি সিট থাকবে। এছাড়া দাঁড়িয়ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। শিয়ালদহ-রানাঘাটের মধ্যে প্রথম এসি লোকালটি সব স্টেশন দাঁড়াবে না বলে জানা গিয়েছে। সেটি কোথায়-কোথায় থামবে তা এখনও ঠিক হয়নি।
ভাড়া কত হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যা ইঙ্গিত মিলেছে তা, এসি লোকালের জন্য বোর্ডের নির্ধারিত স্ল্যাপ রয়েছে। শিয়ালদহের সিনিয়র ডিসিএম-এর কথায়, এক থেকে পাঁচ কিলোমিটার ৩৫ টাকা। ৭১ থেকে ৭৫ কিলোমিটার ১২০ টাকা। মান্থলি সর্বনিম্ন ৬২০ ও রানাঘাট পর্যন্ত ২ হাজার ৪৩০ টাকা। এভাবেই নির্ধারণ হবে ভাড়া।
নন এসি লোকালের ন্যূনতম ভাড়া ৫ টাকা। সেখানে এসি লোকালের ভাড়া সাত গুণ, ফলে তা জনপ্রিয় হবে কি? ডিভিশনের কর্তাদের কথায়, সড়ক পথের সঙ্গে তুলনা করলে এই ভাড়া একেবারেই কম। ট্যাক্সির চেয়ে অনেক ভাড়া কম, স্বাচ্ছন্দ্য যাত্রা হবে। সাধারণ লোকালের টিকিট কেটে এসিতে যাত্রা করা যাবে না। এজন্য বিশেষ চেকিং ব্যবস্থাও থাকবে। এ ধরণের যাত্রীদের ধরা হলে জরিমানা হবে এসির সর্বোচ্চ ভাড়ার সঙ্গে যোগ হবে আড়াইশো টাকা। মুম্বইয়ের এসি লোকাল বেশ জনপ্রিয়। শিয়ালদহেও সেই পথে চলবে যাত্রীরা বলে জানিয়েছে শিয়ালদহ ডিভিশন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.