শংকরকুমার রায়, রায়গঞ্জ: সপরিবারে বেড়াতে গিয়েছিলেন, ফেরার পথে দুর্ঘটনা। গার্ডওয়ালে ধাক্কা মেরে গাড়ি উলটে মৃত ভাই-বোন। গুরুতর জখম এক শিশু-সহ ৪। ইসলামপুর (Islampur) হাসপাতাল চিকিৎসা চলছে আহতদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
জানা গিয়েছে, জলপাইগুড়ির বাসিন্দা সুব্রত সরকার। স্ত্রী রত্না সরকার, তিনবছরের ছেলে, শ্যালক মানিকলাল সরকার ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। বুধবার রাতে রায়গঞ্জ স্টেশনে নামেন তাঁরা। সেখান থেকে গাড়িতে যাচ্ছিলেন জলপাইগুড়ির দিকে। ১২ নম্বর জাতীয় সড়কে ইসলামপুর থানার পেলিভিটা বাইপাসে ঘটে দুর্ঘটনা।
গার্ডওয়ালে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। আটকে পড়েন ২ জন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। গাড়ির ভিতর থেকে উদ্ধার করেন মোট ৬ জনকে। তাঁদের মধ্যে মৃত মানিকলাল সরকার ও রত্না সরকার। বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন। মৃত রত্নাদেবীর স্বামী জানান, তাঁর শ্যালক গাড়ি চালাচ্ছিলেন। তিনি বরাবরই ভালো গাড়ি চালান। কিন্তু কীভাবে কী হল তা বুঝতে পারছেন না। একই সঙ্গে পরিবারের ২ সদস্যের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ পরিবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.