Advertisement
Advertisement
Balurghat

ঝড়বৃষ্টিতে দুর্ঘটনা বালুরঘাটে, মণ্ডপের বাঁশের কাঠামো ভেঙে পড়ল অটো-বাইকের উপর, জখম বহু

একটি বাস রাস্তার ধারের দোকানে গিয়ে ধাক্কা মারে।

Accident in Balurghat, bamboo structure of pavilion collapses on auto-bike

জাতীয় সড়কের উপর দুর্ঘটনাস্থল। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:October 4, 2025 7:33 pm
  • Updated:October 4, 2025 7:33 pm   

রাজা দাস, বালুরঘাট: দুর্গাপুজো উপলক্ষ্যে আলোকসজ্জার জন্য বিশালাকৃতি বাঁশের গেট তৈরি হয়েছিল জাতীয় সড়কের উপর। দশমীর পর আলো খোলা হলেও ওই বাঁশের গেট খোলা হয়নি। শনিবার দমকা হাওয়া, প্রবল বৃষ্টিতে কার্যত উপড়ে পড়ল ওই বিশাল বাঁশের কাঠামো। সেটির নিচে চাপা পড়ল বাইক, অটো, গাড়ি। দুর্ঘটনা এড়াতে গিয়ে একটি বাস রাস্তার ধারের দোকানে গিয়ে ধাক্কা মারে। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটে।

Advertisement

জাতীয় সড়কের উপরই বালুরঘাট নিউটাউন ক্লাবের তরফে দুর্গাপুজোয় আলোকসজ্জার জন্য ওই বিশালাকার বাঁশের গেট তৈরি করেছিল। ওই ক্লাবের এবার পুজোর থিম ছিল অপারেশন সিঁদুর। প্রতিমা নিরঞ্জনের পর আলো খুলে ফেলা হয়েছিল। এদিকে উত্তরবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি বালুরঘাটেও প্রবল বৃষ্টি, দমকা হাওয়া চলছে। আজ, শনিবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। তার মধ্যেই ঘটে অঘটন। বৃষ্টি ও হাওয়ার দাপটে ওই সুবিশাল কাঠামো উপড়ে পড়ে। সেসময় জাতীয় সড়কের উপর দিয়ে বাস, অটো, চলছিল। মানুষজনও রাস্তার ধার দিয়ে যাতায়াত করছিলেন। হুড়মুড়িয়ে ভেঙে পড়া ওই বাঁশের কাঠামোর নিচে চাপা পড়ে একটি চারচাকা গাড়ি, অটো ও বাইক। সেসময় দ্রুতগতিতে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল বালুরঘাট থেকে কুমারগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস।

দুর্ঘটনা এড়াতে আপ্রাণ চেষ্টা করেছিলেন বাসের চালক। কিন্তু সম্ভব হয়নি। বাসটি রাস্তার ধারের একটি দোকানে গিয়ে ধাক্কা মারে। রাস্তার উপরেই ছিড়ে পড়ে বিদ্যুতের তার। গোটা ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। বাসের যাত্রীরা কমবেশি জখম হন। তাঁদের উদ্ধার করা হয়। অন্যদিকে বাঁশের কাঠামোর নিচে আটকে থাকা জখম যাত্রীদেরও একে একে উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় দমকল ও বালুরঘাট থানার পুলিশ। দুর্ঘটনায় একাধিক যাত্রী, সাধারণ মানুষ জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠানো হয়। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনায় ব্যস্ত জাতীয় সড়কের উপর যানজট দেখা যায়। যুদ্ধকালীন তৎপরতায় ওই বাঁশের কাঠামো খোলা হয়। রাস্তা সাফ করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ