Advertisement
Advertisement
Accident

ঘুমিয়ে পড়েছিলেন চালক! কলকাতা থেকে ঠাকুর দেখে ফেরার পথে তেহট্টে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত এক

ঘটনায় আশঙ্কাজনক একই পরিবারের চার সদস্য।

Accident in Krishnanagar Karimpur road, one died, four injured

ফাইল ছবি।

Published by: Kousik Sinha
  • Posted:September 27, 2025 10:09 am
  • Updated:September 27, 2025 10:36 am   

রমণী বিশ্বাস, তেহট্ট: উৎসবের আনন্দ বদলে গেল শোকে। তেহট্টের ইসলামপুরে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা। মৃত এক। আহত একই পরিবারের আরও ৪। কলকাতা থেকে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা। চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান।

Advertisement

মৃত ব্যক্তির নাম সুজিতকুমার বিশ্বাস (৪৭)। আহতরা হলেন সুতপা ঘোষ বিশ্বাস, জাগৃতি বিশ্বাস, শম্পা সরকার, উত্তমকুমার সরকার। সকলেই নদিয়ার করিমপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিজেদের গাড়িতে চেপেই ঠাকুর দেখতে বের হয় গোটা পরিবার। সারারাত কলকাতার বিভিন্ন পুজো দেখেন তাঁরা। বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে চার চাকার গাড়িটি।

ঘটনায় গুরুতর আহত হয় গাড়িতে থাকা পাঁচজন। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে পাঠায় গ্রামবাসীরা। সেখানে চিকিৎসকরা সুজিতকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়াতেই এই দুর্ঘটনা ঘটেছে। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ