Advertisement
Advertisement
Howrah

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, উলুবেড়িয়ায় যুবককে পিষে দিল লরি

পলাতক লরির চালক।

Accident in Uluberia, one youth died

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 3, 2025 9:55 am
  • Updated:September 3, 2025 9:55 am   

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। লরির চাকায় পিষে মৃত্যু যুবকের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উলুবেড়িয়া শ্যামপুর রোডে বাগাণ্ডা মনসাতলায়। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশের বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। তবে পলাতক লরির চালক।

Advertisement

জানা গিয়েছে, মৃত যুবকের নাম মনিরুল ইসলাম। তাঁর বয়স ২৫ বছর। ওই যুবকের বাড়ি বাগাণ্ডায়। বুধবার ভোরে বাইকে বাগাণ্ডা থেকে শ্যামপুর ৫৮ গেটের দিকে যাচ্ছিলেন যুবক। মনসাতলার কাছে রাস্তায় জলের লাইনের জন্য মাটি খোঁড়া হয়েছে। ফলে রাস্তার অর্ধেক জুড়ে পড়ে রয়েছে মাটি। তার ফলে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে মনিরুল মাটির উপরে পড়ে যায়। এই সময় শ্যামপুরের দিক থেকে উলুবেড়িয়ার দিকে যাচ্ছিল একটি লরি। সেটি পিষে দেয় যুবককে। স্থানীয়রা দেখামাত্রই ছুটে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।

এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। রাস্তা অবরোধ করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় উন্মত্ত জনতাকে শান্ত করে পুলিশ। তারপর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্যামপুর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে যুবকের বাড়িতে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ