Advertisement
Advertisement
Balurghat

বালুরঘাটে নাবালিকা হত্যাকাণ্ডে পুলিশের জালে মেসো, নেপথ্যে পুরনো অশান্তি?

নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে।

Accused arrested in Balurghat child death case

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 8, 2025 8:39 pm
  • Updated:July 8, 2025 8:39 pm  

রাজা দাস, বালুরঘাট: বালুরঘাটের কুমারগঞ্জের নাবালিকা খুনে গ্রেপ্তার মেসো। পুলিশ সূত্রে খবর, বাবার সঙ্গে পুরনো শত্রুতার জেরেই নাবালিকাকে খুন করে যুবক। তবে ধর্ষণের প্রমাণ এখনও মেলেনি বলেই খবর। রহস্যের শিকড়ে পৌঁছতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Advertisement

বালুরঘাটের কুমারগঞ্জের তাজপুর এলাকার বাসিন্দা ওই নাবালিকা বালুপাড়া নিবেদিতা উচ্চ বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। শুক্রবার সে বাড়ি থেকে সামান্য দূরের একটি দোকানে যাওয়ার জন্য বেরিয়েছিল। তবে সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় মেয়েকে খোঁজাখুঁজি করে। রাতে মেয়েকে না পেয়ে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাবা। পুলিশ তদন্তে নেমে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়।

সোমবার সকালে ওই ছাত্রীর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরের একটি পুকুরে তার দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। মৃতদেহ শনাক্ত করা হয়। মৃতের শরীরের উপরের অংশে কোনও পোশাক ছিল না। ফলে অনুমান করা হয়, ধর্ষণের পর খুন করা হয়েছে নাবালিকাকে। সেই ঘটনার তদন্তে নেমে মেসোমশাইকে গ্রেপ্তার করল পুলিশ। বিজয় কিস্কু নামে ওই অভিযুক্তকে মঙ্গলবার বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, বাবার সঙ্গে পুরনো শত্রুতার জেরে গলা টিপে নাবালিকাকে খুন করে সে। তবে ধর্ষণ করে খুন কিনা তা জানার চেষ্টা চলছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement