প্রতীকী ছবি
অরিজিৎ গুপ্ত, হাওড়া: বাড়িতে ডেঙ্গু মশার লার্ভা জন্মেছে। সেই কথা শুনে গৃহস্থের বাড়িতে গিয়েছিলেন এক মহিলা গ্রামীণ সম্পদ কর্মী (ভিআরপি)। সেখানেই তিনি অ্যাসিড হামলার শিকার হলেন বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার দক্ষিণ সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের বড়বাগান মান্নাপাড়া এলাকায়। অভিযুক্ত বিপ্লব মান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি কর্মী আক্রান্ত হওয়ার ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সরকারি কর্মীদের কাছে খবর এসেছিল, ওই এলাকার বাসিন্দা বিপ্লব মান্নার বাড়িতে মশার লার্ভা জন্মেছে। ডেঙ্গি রুখতে বিভিন্ন জায়গায় কর্মীরা সাধারণ বাসিন্দাদের মধ্যে সচেতন বার্তা দিচ্ছেন। সেই মতো অভিযোগ এসেছিল, বিপ্লব মান্নার বাড়িতে ডেঙ্গির মশার লার্ভা হয়েছে। সেই অভিযোগ শুনে আজ, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ পরিবারটিকে সচেতন করতে সাইনা মুন্সি মিদ্দে, সুধা ঘোষ ও ডালিয়া অধিকারী, এই তিন ভিআরপি ওই এলাকায় যান। অভিযুক্ত বিপ্লব মান্নার বাড়িতে গিয়ে ডেঙ্গু মশার লার্ভা খুঁজে পান তাঁরা। ডালিয়া সেই সময় বাড়িটির এক কোণে রাখা একটি শিশিতে জল জাতীয় কিছু রয়েছে দেখে সেটি পরিষ্কার করে রাখতে বলেন।
সেই সময় আচমকাই অভিযুক্ত বিপ্লব মান্না ঘর থেকে বেরিয়ে এসে শিশিটি তুলে সেই তরল ওই কর্মীকে লক্ষ্য করে ছুঁড়ে দেন বলে অভিযোগ। অ্যাসিড জাতীয় তরল পিঠে পড়তেই যন্ত্রণায় ছটফট করে ওঠেন তিনি। তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই কর্মীর কাঁধ ও পিঠের কিছু অংশ পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। থানায় অভিযোগ জানানো হয়। সাঁকরাইল থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এদিকে অভিযুক্তের পরিবারের তরফে দাবি, গত কয়েক মাস ধরে ওই ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছেন। অভিযুক্তের স্ত্রী সোনালি মান্না বলেন, ‘‘আমার স্বামী মানসিকভাবে অসুস্থ। ওনার চিকিৎসা চলছে। এর আগে তিনি কখনও এই ধরনের কাজ করেননি।’ ’এই ধরনের আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল। তিনি বলেন, ‘‘মানুষের স্বাস্থ্য পরিষেবার কাজে বেরিয়ে একজন সরকারি কর্মী আক্রান্ত হয়েছেন, এটা মেনে নেওয়া যায় না। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিক।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.