Advertisement
Advertisement
Patharpratima

স্কুলেই ছাত্রীর শ্লীলতাহানি! পাথরপ্রতিমায় গ্রেপ্তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

অভিযুক্তের কড়া শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।

Acting headmaster arrested for physical assault student at school

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:August 1, 2025 7:23 pm
  • Updated:August 1, 2025 8:26 pm   

সুরজিত দেব, ডায়মন্ড হারবার: স্কুলের মধ্যেই নাবালিকা ছাত্রীর সঙ্গে অসভ্যতা, শ্লীলতাহানির অভিযোগ। ঘটনা জানাজানি হওয়ার পরই পালিয়ে যান স্কুলের অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আজ, শুক্রবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা এলাকায়।

Advertisement

পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়ার ইন্দ্রনারায়ণপুর সুকান্ত-নজরুল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে আছেন স্বপনকুমার বারিক। অভিযোগ, স্কুলের মধ্যেই তিনি বেশ কিছুদিন ধরে এক ছাত্রীর সঙ্গে অসভ্যতা করছিলেন। অভিযোগ, স্কুলের মধ্যেই পঞ্চম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ওই নাবালিকা বাড়ি ফিরে ঘটনার কথা পরিবারের সদস্যদের জানায়।

Acting headmaster arrested for physical assault student at school
স্কুলের বাইরে স্থানীয়দের বিক্ষোভ। নিজস্ব চিত্র

ছাত্রীর পরিবারের তরফে সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানায় ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বুধবার লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এর আগেও অভিযুক্ত প্রধান শিক্ষক একাধিক ছাত্রীর সঙ্গে অসভ্যতা করেছেন বলে অভিযোগ সামনে আসে। এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দেন অভিযুক্ত। পুলিশ ওই প্রধান শিক্ষকের নামে শ্লীলতাহানি ও পকসো ধারায় মামলা দায়ের করে। আজ শুক্রবার ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। এদিনই অভিযুক্তকে কাকদ্বীপ অতিরিক্ত সেশন ও দায়ের জজের বিশেষ আদালতে তোলা হয়। ধৃত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তের কড়া শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ