Advertisement
Advertisement
Anubrata Mondal

লাগাতার বিতর্কের জেরে কোণঠাসা কেষ্ট! ফের পিছোল দুবরাজপুরে অনুব্রতর মহামিছিল

আগামী ২২ জুন মহামিছিলের কথা ছিল।

Again Anubrata Mondal's rally postponed
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 18, 2025 12:42 pm
  • Updated:June 18, 2025 2:02 pm   

নন্দন দত্ত, বীরভূম: ফের পিছোল দুবরাজপুরে অনুব্রত মণ্ডলের মহামিছিল। জানা গিয়েছে, আগামী ২২ জুন মিছিল হচ্ছে না। কিন্তু কেন? নানামহলে নানামত। উঠে আসছে দুটি কারণ। একাংশের দাবি, অসুস্থ অনুব্রত। তাই এই মুহূর্তে মহামিছিল সম্ভব নয়। অন্যদের দাবি, কোর কমিটির অনুমতি মেলেনি। সেই কারণেই বাধ্য হয়ে পিছোতে হয়েছে মিছিল। ওয়াকিবহল মহলের কথায়, লাগাতার বিতর্কের জেরেই ক্রমশ নিজের গড় বীরভূমেই কোণঠাসা হয়ে পড়ছেন অনুব্রত (Anubrata Mondal)।

Advertisement

তিহার থেকে বীরভূমে ফিরেই ফের দলের দায়িত্ব বুঝে নেওয়ার চেষ্টায় অনুব্রত মণ্ডল। তবে দল বারবার বুঝিয়ে দিয়েছে,একাধিপত্য চলবে না। মিলেমিশে দলের কাজ করতে হবে। দায়িত্বে সেই কোর কমিটিই। এরই মাঝে স্থানীয় নেতৃত্বের অনুরোধে ৪ জুন দুবরাজপুরে অনুব্রতর নেতৃত্বে মহামিছিলের ডাক দেওয়া হয়। পরবর্তীতে ইদের কারণে পিছোনো হয় মিছিল। ২২ জুন মিছিলের দিন ধার্য করা হয়। কিন্তু ফের পিছোল মহামিছিল। কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ জানান, দুবরাজপুর ও খয়রাশোল নেতৃত্বকে জানানো হয়েছে যে আপাতত মিছিল হচ্ছে না। প্রাথমিকভাবে কারণ হিসেবে জানা যায়, অনুব্রত অসুস্থ। তাই এই মুহূর্তে মিছিল সম্ভব নয়।

দুবরাজপুর ব্লক পরিচালন সমিতিন কনভেনার রফিউল খান বলেন, “আমার কাছেও জেলা থেকে নির্দেশ এসেছে আপাতত মিছিল না করার জন্য।” শোনা যাচ্ছে, এই মিছিলে কোর কমিটি অনুমতি দেয়নি। তা সত্ত্বেও মিছিলেন আয়োজন চলছিল। তবে পরিস্থিতি বিবেচনা করে শেষমুহূর্তে অনুমতির কারণেই কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন কেষ্ট। ওয়াকিবহল মহলের ধারণা, আইসি কাণ্ডে যেভাবে বিতর্কে জ়ড়িয়েছেন তাতে এই মুহূর্তে নতুন করে বিতর্কে জড়াতে পারেন এমন কোনও পদক্ষেপে করতে চাইছেন না অনুব্রত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ