Advertisement
Advertisement
CBI

জেল থেকে কলকাঠি নাড়ছে শাহজাহান! ফের সন্দেশখালি ছুটল সিবিআই

শাহজাহানের মেয়ের বাড়িতেও গিয়েছেন আধিকারিকরা।

Again CBI raids Sheikh Shahjahan's house in Sandeshkhali

ফাইল ছবি

Published by: Subhankar Patra
  • Posted:September 6, 2025 1:20 pm
  • Updated:September 6, 2025 1:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেল থেকে তদন্ত প্রভাবিত করছেন শেখ শাহজাহান! এই অভিযোগ পেয়েই বসিরহাটের দাপুটে নেতার সড়বেড়িয়ার বাড়িতে হাজির সিবিআইয়ের আধিকারিকরা। শনিবার সকালে এলাকায় কেন্দ্রীয় তদন্তকারীর অফিসাররা। বাড়ির সদস্য ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা। শাহজাহানের মেয়ের বাড়িতেও গিয়েছে সিবিআই।

Advertisement

২০২৪ সালে ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্ত করতে সন্দেশখালিতে প্রাক্তন তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যান ইডির আধিকারিকরা। সেই সময় শাহজাহানের অনুগামীদের হাতে ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে। হাই কোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। সেই তদন্তে ফের শাহজাহানের এলাকায় তদন্তকারীরা।
ইডির উপর হামলার অভিযোগে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে সিবিআই।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে ইডি আধিকারিকদের উপর হামলাকে কেন্দ্র করে শিরোনামে উঠে আসে সন্দেশখালির বেতাজ বাদশা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের নানা কর্মকাণ্ড। রাজ্য পুলিশ, সিবিআই ও ইডির হাতে গ্রেপ্তার হন শাহজাহান। একে একে জালে ধরা পড়ে তার শাগরেদরা। রেশন দুর্নীতি ছাড়াও শাহজাহানের বিরুদ্ধে আরও একটি দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তদন্তে উঠে আসে ভেড়ির মাছ আমদানি রপ্তানি ব্যবসাতেও দুর্নীতি করেছেন শাহজাহান। এখন জেলবন্দি রয়েছেন সন্দেহখালির ত্রাস।

এদিকে শুক্রবার গণধর্ষণের মামলায় শেখ শাহজাহানের শাগরেদ শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি শুভ্রা ঘোষের মত, যে ঘৃণ্য অপরাধে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তার তদন্ত চলছে। এই পর্যায়ে জামিন পেলে তদন্ত প্রভাবিত হবে। তাই এই মুহূর্তে জামিনের যৌক্তিকতা নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ