Advertisement
Advertisement
Basirhat

হুড়মুড়িয়ে ভাঙল চৈতল-মালঞ্চ ব্রিজ! সেতু ভাঙার AI ভিডিও ঘিরে বিভ্রান্তি

এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা।

AI generated video falsely shared as Chaital-Malancha bridge collapse in Basirhat
Published by: Sayani Sen
  • Posted:August 4, 2025 9:20 am
  • Updated:August 4, 2025 9:20 am   

নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: দিনকয়েক আগে এআই-এর ‘হাতযশে’ বারাসত কদম্বগাছির মাদ্রাসায় ঢুকে পড়েছিল তিন-তিনটি রয়‍্যাল বেঙ্গল টাইগার। বানানো ওই ভিডিও নিয়ে শোরগোল পড়তেই ভিডিওটি মুছে দেন ওই শিক্ষক। তাঁকে শিক্ষাদপ্তরের পক্ষ থেকে শোকজও করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভেঙে পড়ল সুন্দরবনের চৈতল-মালঞ্চ ব্রিজ! না, না বাস্তবে নয়, এআই-এর মাধ্যমে। সেতু ভেঙে পড়ার এআই ভিডিও রবিবার সকাল থেকে সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথমে অনেকেই বুঝতে পারেননি যে ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। পরে জানা যায়, ভিডিওটি ভুয়া। এরপরই ভিডিও প্রস্তুতকারকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা।

Advertisement

৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বসিরহাটের মিনাখাঁ ব্লকের বিদ্যাধরী নদীর উপরে থাকা চৈতল-মালঞ্চ ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে নদীর জলে। ভিডিওতে লোকজনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভয়াবহ দৃশ্য দেখতেও দেখা যাচ্ছে! মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই দৃশ্য। ব্রিজ ভেঙে পড়ার ভিডিও পরপর শেয়ার হতে শুরু করে। কিন্তু, কিছুক্ষণের মধ্যেই জানা যায়, বাস্তব ছবি একেবারেই আলাদা। দেখা যায়, চৈতল-মালঞ্চ ব্রিজ এখনও অটুট এবংস্বাভাবিক। 

আসলে যা দেখা যাচ্ছে, তা পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর কারসাজি। প্রযুক্তির ছোঁয়ায় তৈরি করা হয়েছে একটি নিখুঁত ভুয়া দৃশ্য। যা দেখে মুহূর্তে বিভ্রান্ত হয়ে পড়েছেন অনেকেই। ভিডিওটির উপরে লেখা ছিল, ‘এইমাত্র ভেঙে পড়ল মালঞ্চ ব্রিজ’। আর এতেই বিভ্রান্তি শুরু হয়। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফোন করে খোঁজখবর নিতে থাকেন, কেউ কেউ তাড়াহুড়ো করে ব্রিজের কাছে ছুটে আসেন বাস্তব পরিস্থিতি দেখতে। ব্রিজ আদৌ ভেঙে পড়েনি, জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন মানুষজন। স্থানীয়দের অভিযোগ, এই ধরনের মিথ্যে ভিডিও বানিয়ে সোশাল মিডিয়ায় ছড়িয়ে মানুষের মনে অকারণে আতঙ্কের সৃষ্টি করা খুবই দুঃখজনক এবং দায়িত্বজ্ঞানহীন কাজ। তাঁরা চান, প্রশাসন যেন এমন কাজের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নেয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ