Advertisement
Advertisement
Alipurduar

নিজের ঘরে ডেকে ৪ ছাত্রীকে যৌন হেনস্তা! শ্রীঘরে প্রধান শিক্ষক, চাঞ্চল্য আলিপুরদুয়ারে

ধৃতকে সাতদিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

Alipurduar headmaster arrested for physical assault 4 students

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্তকে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:September 20, 2025 2:40 pm
  • Updated:September 20, 2025 2:41 pm   

রাজ কুমার, আলিপুরদুয়ার: চার ছাত্রীকে স্কুলের নিজের ঘরে ডেকে যৌন হেনস্তা করার অভিযোগে গ্রেপ্তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। ধৃতকে গতকাল শুক্রবার আদালতে তোলা হয়। ধৃতকে সাতদিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনা নিয়ে জোর শোরগোল ছড়িয়েছে এলাকায়।

Advertisement

ওই স্কুল ক্যাম্পাসের মধ্যেই হস্টেল আছে। অনেকে পড়ুয়াই ওই হাসপাতালে থাকে। অভিযোগ, ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বৃহস্পতিবার নিজের ঘরে ডেকেছিলেন। ছাত্রীদের যৌন হেনস্তা করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত মদ্যপ ছিলেন বলেও অভিযোগ। ঘটনার কথা জানাজানি হয়। পরে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার রাতেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার ধৃতকে আলিপুরদুয়ার জেলার অতিরিক্ত দায়রা আদালতে তোলা হলে বিচারক ওই শিক্ষককে সাত দিনের জেল হেপাজতে পাঠিয়েছে। আদালতের সরকারি আইনজীবী পীযুসকান্তি দত্ত বলেন, “ হোস্টেল সুপারের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের আইনজীবী এদিন আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন। আমরা জামিনের বিরোধিতা করেছি। বিচারক ধৃতকে সাত দিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।” আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ওই শিক্ষককে গ্রেপ্তার করেছি। ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যাড টাচের অভিযোগ রয়েছে।” আলিপুরদুয়ার জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান অসীম বোস বলেন, “ আমাদের কাউন্সিলররা ওই ছাত্রীদের সঙ্গে কথা বলেছেন। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। ছাত্রীদের প্রাথমিক কাউন্সেলিং হয়েছে।” তাঁকে ফাঁসানো হয়েছে বলে পালটা দাবি অভিযুক্তের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ