প্রতীকী ছবি
রাজ কুমার, আলিপুরদুয়ার: চোর সন্দেহে তৃতীয় শ্রেণির ছাত্রকে বেধড়ক মারধর। গোপনাঙ্গে আঘাতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মাদারিহাট বীরপাড়া ব্লকের উত্তর শিশুবাড়ি ভগৎপাড়া এলাকার সারদা শিশুমন্দির আবাসিক বেসরকারি স্কুলে। পরিবারের পক্ষ থেকে রবিবার সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদারিহাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়। কয়েকঘণ্টার মধ্যেই ওই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর।
মাদারিহাট থানার মুজনাই চা বাগানে বাঙ্গাবাড়ি ডিভিশনের শিব মন্দির লাইনের বাসিন্দা ওই ছাত্র। সারদা শিশুমন্দির আবাসিক স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে সে। ছাত্রের বাবা কিষান লাল ওঁরাওর অভিযোগ, গরমের ছুটি পড়ে যাওয়ায় গত শুক্রবার ছেলেকে স্কুল আনতে যান তিনি। তখন দেখেন ছেলে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। কোনওরকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কারণ জানতে চাইলে ছেলে জানায়, টাকা চুরির অপবাদে দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক ঘোষ তার উপর অকথ্য অত্যাচার চালান। এমন কী ঝাঁটার কাঠি দিয়ে হাতের তালুতে ছিদ্র করে দেন! আঘাত করেন গোপনাঙ্গে। এরপরই রবিবার পুলিশে লিখিত অভিযোগ করেন খুদের বাবা।
অভিযুক্ত দীপক ঘোষ অভিযোগ স্বীকার করে নিয়েছেন বলেই খবর। সাফাই দিয়ে তিনি বলেন, “আমার পকেট থেকে টাকা চুরি হচ্ছিল। সেই কারণে শাসন করেছি। মাত্রা একটু বেশি হয়ে গিয়েছে। ও এতটা ব্যথা পাবে বুঝতে পারিনি।” আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, শিশুর বাবা অভিযোগ করেছেন। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার নিন্দায় সরব সবমহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.