Advertisement
Advertisement
Financial Scam

স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার বেআইনি লেনদেন! ভিনরাজ্য থেকে গ্রেপ্তার ২

ধৃতদের জেরা করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টায় পুলিশ।

Allegation of financial scam, 2 accused arrested

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 30, 2025 3:40 pm
  • Updated:September 30, 2025 3:40 pm   

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: কাঁকসার স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্টে বেআইনিভাবে ৩৩ লক্ষ টাকার লেনদেন! ভিন রাজ্যের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের জেরা করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টায় তদন্তকারীরা।

Advertisement

জানা গিয়েছে, গত ২৮ এবং ২৯ সেপ্টেম্বর কাঁকসার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাকাউন্টে প্রায় ৩৩ লক্ষ টাকার লেনদেন হয়। এরপরই পুলিশের কাছে সংস্থার পক্ষ থেকেই বেআইনি লেনদেনের অভিযোগ করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, তাদের অজান্তেই এই বিরাট টাকার লেনদেন হয়েছে। এরপর ঘটনার তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ। তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলেন মুম্বইয়ের বাসিন্দা মহম্মদ শাহিদ নওয়াজআলি মিঠাইওয়ালা এবং উত্তর প্রদেশের বাসিন্দা প্রদীপ কুমার।

জানা যাচ্ছে, ধৃতেরা প্রায় ১৫ দিন ধরে পানাগড়ের একটি হোটেলে ছিলেন। সেখান থেকেই তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দু’জনকে মঙ্গলবার মহকুমা আদালতে পেশ করলে আদালত ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও চারজনের নাম জানতে পেরেছে। তাঁদেরও সন্ধান চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দু’দিনে ওই দুই ব্যক্তি কোনও একটি সংস্থার অর্থ কাঁকসার ওই স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাকাউন্টে পাঠায়। আবার সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলেও নেওয়া হয়। সেই টাকা কোথা থেকে পাঠানো হয়েছিল এবং কোন কাজে ব্যবহারের জন্য, তা খতিয়ে দেখছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ