Advertisement
Advertisement
Teacher

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষিকার সঙ্গে লাগাতার সহবাস! গ্রেপ্তার শিক্ষক

অভিযোগ অস্বীকার করেছে ধৃত।

Allegation of molest, Teacher arrested

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 2, 2025 7:40 pm
  • Updated:June 2, 2025 8:06 pm   

অর্ণব দাস, বারাসত: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষিকার সঙ্গে লাগাতার সহবাসের অভিযোগ হাসনাবাদের শিক্ষকের বিরুদ্ধে। অশোকনগর থানায় অভিযোগ দায়ের হতেই গ্রেপ্তার হয় অভিযুক্ত। ধৃতের নাম শ্রীজিৎ দে (৪১)। তাঁর বাড়ি কাঁচরাপাড়ায়। কর্মসূত্রে এই গুণধর শিক্ষক অশোকনগরের গুমার একটি বাড়িতে ভাড়া থাকেন বলে খবর।

Advertisement

জানা গিয়েছে, ট্রেনে যাতায়াতের সূত্রে দেগঙ্গার এক শিক্ষিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শ্রীজিৎ দে’র। সম্পর্ক আরও গভীর হলে বিবাহবিচ্ছিন্না ওই শিক্ষিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রীজিৎ। একাধিকবার সহবাসও করেন বলে অভিযোগ। সম্প্রতি শিক্ষিকা জানতে পারেন শিক্ষকের আগে দুটি বিয়ে হয়েছে। এরপরই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন তিনি। অভিযোগ, কিন্তু তাঁকে চাপ দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেন শ্রীজিৎ। রবিবার এনিয়ে তাঁদের মধ্যে বিবাদ চরমে ওঠে।

রবিবার রাতেই শিক্ষিকা অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই গ্রেপ্তার হন অভিযুক্ত। যদিও সোমবার ধৃতকে বারাসত আদালতে পেশ করার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ধৃত জানান, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমার থেকে উনি অনেক টাকা নিয়েছে। পরে আরও টাকা চেয়েছিল। আমি দিতে পারিনি বলেই মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ