Advertisement
Advertisement
Serampore

বাড়িতে একা পেয়ে ধর্ষণ জ্যাঠতুতো দাদার! নির্যাতনের জেরে অন্তঃসত্ত্বা নাবালিকা

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Allegation of physical abuse of minor girl in Serampore

প্রতীকী ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:March 4, 2025 8:37 pm
  • Updated:March 4, 2025 8:43 pm   

সুমন করাতি, হুগলি: বাড়িতে একা পেয়ে নাবালিকা বোনকে ধর্ষণ! জ্যাঠতুতো দাদার বিরুদ্ধে অভিযোগ তুলল পরিবার। নির্যাতনের জেরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর পুরসভার ১৫ ওয়ার্ডে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা শ্রীরামপুর পুরসভার শ্যামা চরণ লাহা লেনের বাসিন্দা। ঘটনায় দিন বছর ১৪-র বোন বাড়িতে একাই ছিল। সেই সুযোগে যুবক দাদা তাকে ধর্ষণ করে। লজ্জা ও ভয়ে নাবালিকা পরিবারের সদস্যদের কিছু জানায়নি। কিন্তু কয়দিন পরই অসুস্থ হয়ে পড়েন নাবালিকা। তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করান সদস্যরা। শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, নাবালিকা অন্তঃসত্ত্বা।

এরপরই সে পরিবারকে বিষয়টি জানায়। সব জানতে পেরে যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় নাবালিকার পরিবার। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিকে নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে বলে খবর। ঘটনার কথা স্বীকার করে স্থানীয় কাউন্সিলর বলেন, “অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমি চাই দোষীর যথাপোযুক্ত শাস্তি হোক। বিষয়টি আদালতে বিচারাধীন। পুলিশ খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ