ছবি: প্রতীকী।
সুমন করাতি, হুগলি: পুরনো গয়না বদলের নামে সোনার দোকানে ঢুকে চুরি! পুলিশের জালে হুগলির মগড়ার দম্পতি। ইতিমধ্যেই কিছু গয়না উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা আগেও একাজ করেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুরে হুগলির কেওটা টায়ার বাগানের জেড্ডা মার্কেটের একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকেন এক দম্পতি। পুরনো গয়না বদল করে নতুন গয়না কেনার কথা বলেন। স্বাভাবিকভাবেই দোকানি নানারকম গয়না দেখান। অভিযোগ, দোকানদার অন্যদিকে নজর দিতেই নাকছাবির একটি গোছা হাতে করে সরিয়ে ফেলেন তাঁরা। এরপর এটা ওটা দেখে কিছুক্ষণ পর গয়না পছন্দ হয়নি বলে বেরিয়ে যান। পরে গয়না গুছিয়ে তুলতে গিয়ে মালিক বিশ্বজিৎ বৈদ্য বুঝতে পারেন, কিছু গয়না কম। সোনার নাকছাবির প্যাকেট ওজন করতে বুঝতে পারেন বেশ কিছু নাকছাবি নেই। তখনই দোকানের সিসিটিভি ফুটেজ দেখেন। বুঝতে পারেন গোটা বিষয়টা।
এরপরই দোকান মালিক থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে মগড়ার গজঘণ্টা থেকে কার্তিক অধিকারী ও মৌমিতা অধিকারী নামে যুগলকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে কিছু গয়না উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর,ওই দম্পতি ঘটনার দিন স্কুটার নিয়ে তিনটি দোকানে ঢুকেছিলেন। কিন্তু কোথাও বিশেষ সুবিধা করতে পারেননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.