Advertisement
Advertisement
Baranagar

চুরির হার পরে ফেসবুকে ছবি পোস্ট করতেই বিপত্তি! পুলিশের জালে পরিচারিকা

প্রায় একবছর ধরে গা ঢাকা দিয়েছিলেন ওই মহিলা।

Allegation of theft, woman of Baranagar arrested

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 27, 2025 8:55 pm
  • Updated:July 27, 2025 10:56 pm   

অর্ণব দাস, বারাকপুর: একবছর গা ঢাকা দিয়ে থাকলেও শেষরক্ষা হল না। চুরি করা গলার হার পরে ফেসবুকে ছবি পোস্ট করে বিপাকে ‘চোর পরিচারিকা’! ধৃতের নাম দীপা দাস। তাঁকে গ্রেপ্তার করেছে বরানগর থানার পুলিশ।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডানকুনি থানা এলাকার বাসিন্দা ধৃত দীপা। তিনি বরানগর এমএনকে রোডের বাসিন্দা পরিমিতা মণ্ডলের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। অভিযোগ, গত বছর অগাস্ট মাসে পরিমিতাদেবীর দুটি সোনার চেন, একটি লকেট ও দু’জোড়া কানের দুল চুরি হয়। এনিয়ে থানায় অভিযোগ দায়ের হলে সন্দেহভাজন হিসাবে দীপাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। কিন্তু তখন তিনি কোনওভাবে বেঁচে যান। পরে পরিচারিকার কাজও ছেড়ে দেন দীপা। পরিমিতাদেবীও লক্ষাধিক টাকার সোনার গহনার উদ্ধারের আশা ছেড়ে দিয়েছিলেন। এরইমধ্যে চলতি মাসে তিনি দেখেন তাঁর চুরি যাওয়ায় সোনার চেন পরে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন দীপা!

আর দেরি করেননি পরিমিতা, দৌড়ে যান বরানগর থানায়। পরিচারিকার ওই ছবি পুলিশকে দেন তিনি। তদন্তে নেমে গত সপ্তাহে দীপাকে গ্রেপ্তার করে জেরা করলে চুরির অভিযোগ স্বীকার করেন তিনি। পুলিশ জানতে পারে ডানকুনির বাড়ি ও নদিয়ার হরিণঘাটায় এক আত্মীয় বাড়িতে চুরি করা সোনার গয়না রেখেছেন তিনি। এই দু’জায়গায় তল্লাশি চালিয়ে দুটি সোনার চেন, একটি লকেট ও দু’জোড়া কানের দুল উদ্ধার করেন তদন্তকারীরা। বারাকপুর কমিশনারেটের ডিসি (সাউথ) অনুপম সিং জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় ধৃত চুরির অভিযোগ স্বীকার করেছেন। গত বৃহস্পতিবার ডানকুনি থেকে এবং গত শনিবার হরিণঘাটায় অভিযুক্তের এক আত্মীয়ের বাড়ি থেকে চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গয়নাগুলি অভিযোগকারীকে ফেরত দেওয়া হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ