প্রতীকী ছবি।
শাহজাদ হোসেন, ফরাক্কা: বন্ধুকে কিস্তিতে মোবাইল কিনে দিয়েছিলেন তরুণ আনার শেখ। টাকা চাইতেই লাঠি-লোহার রড নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয় বন্ধু ও তাঁর বাবা। সেখানে আনারের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বন্ধুর পরিবারের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আজগর শেখ। বয়স ৫২ বছর। তিনি ফরাক্কার বেনিয়াগ্রাম পঞ্চায়েতের আছুয়া গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, মৃত আজগর শেখের ছেলে আনার শেখ তাঁর বন্ধু জনি শেখকে কিস্তিতে একটি মোবাইল কিনে দেন। অভিযোগ, জনি কিস্তির টাকা একবার দিলেও আর দেননি। শুক্রবার জনির বাড়িতে গিয়ে তাঁর বাবা রেহেসান শেখকে বিষয়টি জানান আনার। সেখানে তাঁদের বচসা হয়। বাড়ি চলে আসেন আনার।
অভিযোগ, এরপর জনি ও তাঁর বাবা রেহেসান শেখ দলবল নিয়ে আনার শেখের বাড়িতে চড়াও হন। লাঠি ও রড দিয়ে আনার ও আজগরকে মারধর করা হয় বলে অভিযোগ। তাতে গুরুতর আহত হন আজগর। সেই সময় আজগরকে বাঁচাতে গেলে দুই ভাইপো মোকবুল শেখ ও কুরবান শেখকেও মারধর করা হয় বলেও অভিযোগ।
তিনজনকে তড়িঘড়ি বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা আজগরকে তাঁকে মৃত বলে জানান। দুই ভাইপোকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁরা সেখানেই চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফরাক্কা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.