Advertisement
Advertisement
Basirhat

আইপ্যাকের ২ সদস্যকে হেনস্তার অভিযোগ, চাঞ্চল্য বসিরহাটে

ঘটনা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।

Allegations of harassment against 2 IPAC members create tension in Basirhat

প্রতীকী ছবি।

Published by: Suhrid Das
  • Posted:August 8, 2025 9:08 pm
  • Updated:August 8, 2025 9:08 pm   

গোবিন্দ রায়: আইপ্যাক-এর দুই সদস্যকে হেনস্থার অভিযোগ উঠল। অভিযুক্ত তৃণমূলেরই স্থানীয় এক নেতা। ওই ঘটনা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের টাকিতে।

Advertisement

ঘটনাটি বুধবারের। জানা গিয়েছে, দু’দিন আগে বসিরহাটের টাকিতে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার বসিরহাট দক্ষিণ বিধানসভার স্থানীয় নেতৃবৃন্দরা। সেখানেই উপস্থিত ছিলেন আইপ্যাক-এর দুই সদস্য। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। বিভিন্ন বিষয় নিয়ে চলে আলোচনা। সেখানেই বেশ কিছু বিষয় নিয়ে শুরু হয় বিবাদ। অভিযোগ, আইপ্যাকের ওই ২ সদস্যের উপর মেজাজ হারান তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সম্পাদক ও জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল।

আইপ্যাক-এর সদস্যদের হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধেই। তাঁদের সঙ্গে মতানৈক্য হওয়ায় চেয়ার ছুড়ে মারা হয় বলেও অভিযোগ। পরে তাঁদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। যদিও এনিয়ে যার বিরুদ্ধে অভিযোগ তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন তোলেননি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আইপ্যাক-এর সদস্য বলেন, “আমাদের এভাবে হেনস্তার শিকার হতে হবে কখনও ভাবিনি। আমরা তৃণমূলের উপর নেতৃত্বকে বিষয়টি জানাব।” ঘটনায় স্থানীয় স্তরে চাঞ্চল্য ছড়িয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ